Sara Tendulkar | IND vs BAN: মাঠে এসেছেন সারা, মিমে মজে নেটপাড়া, দেখুন সব নমুনা

Sara Tendulkar Spotted In Stands For India vs Bangladesh Clash: সারা তেন্ডুলকর এসেছেন ভারত-বাংলাদেশ ম্য়াচ দেখতে। আর তাঁকে মাঠে দেখেই সোশ্যাল মিডিয়ায় ঝড় তুলেছেন ফ্য়ানরা।

Updated By: Oct 19, 2023, 06:24 PM IST
Sara Tendulkar | IND vs BAN: মাঠে এসেছেন সারা, মিমে মজে নেটপাড়া, দেখুন সব নমুনা
সারাকে দেখেই নেটপাড়ায় সাড়া

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: বিশ্বকাপে (World Cup 2023) অশ্বমেধের ঘোড়ার মতো ছুটছে রোহিতবাহিনী। টানা তিন ম্য়াচ জিতে জয়ের হ্যাটট্রিক করেছেন রাহুল দ্রাবিড়ের শিষ্যরা। ভারত বিশ্বকাপের চতুর্থ ম্য়াচ খেলছে বাংলাদেশের বিরুদ্ধে  (IND vs BAN | World Cup 2023)। বৃহস্পতিবার পুণের মহারাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামে হচ্ছে খেলা। এদিন টস জিতে প্রথমে ব্য়াট করছে বাংলাদেশ তুলেছে আট উইকেটে ২৫৬ রান (তানজিদ ৫১ লিটন ৬৬ ও মাাহমুদুল্লাহ ৪৬)।

আরও পড়ুন: Virat Kohli | IND vs BAN: রোহিতের ইঙ্গিত ছিল আগেই, বিশ্বকাপে ফের বোলিং বিরাটের! কতগুলি উইকেট আছে তাঁর?

এদিন মাঠে দেখা গেল এমন এক দৃশ্য, যা দেখে ফ্যানরা নেটদুনিয়ায় মিম বন্যায় ভাসিয়ে দিয়েছেন। কারণ এদিন মাঠে এসেছেন সারা তেন্ডুলকর (Sara Tendulkar)। সারাকে মাঠে দেখেই মিমে মজেছে নেটপাড়া। তার একটাই কারণ- সারা ও শুভমন গিল (Shubman Gill) কানেকশন। নেটিজনদের মতে ভারতের তরুণ ওপেনার ও সারা নাকি ডেট করছেন।

সারার এখন বিন্দুমাত্র ভূমিকার কোনও প্রয়োজন নেই। হতে পারে তিনি কিংবদন্তি সচিন তেন্ডুলকরেরকন্য়া। তবে নিজের গুণেই সারা আজ অনন্যা। ইনস্টাগ্রামে ৪.৪ মিলিয়ন ফলোয়ার্স তাঁর। সারার সঙ্গেই কি শুভমন ডেট করছেন? এর উত্তর হ্যাঁ বা না হতে পারে। কিংবা জুড়তে পারে হয়তো।

নেটিজেনদের দাবি, ভারতের তারকা ক্রিকেটারের সঙ্গেই ডেট করছেন সারা! শুভমনকে দেখলেই ফ্যানরা মাঠে হোক বা রাস্তায় বলে ওঠেন, 'হামারি ভাবি ক্যায়সি হো? সারা ভাবি জ্যায়সি হো…।' যার বাংলা তর্জমা করলে দাঁড়ায়, 'আমাদের বউদি কেমন হবে? সারা বউদির মতো হবে।' সারাকে মাঠে দেখে যেসব মিম এদিন সোশ্যাল মিডিয়ায় ঘুরছে, তারই নমুনা রইল এই প্রতিবেদনে।

আরও পড়ুন: EXPLAINED | Shakib Al Hasan: ভারতের বিরুদ্ধে সাকিবহীন বাংলাদেশ! রাতারাতি বদল অধিনায়ক, হঠাৎ কী ঘটল!

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

 

.