জাতীয় দলে ঠাঁই পেলেন 'নতুন ধোনি', বাদ উথাপ্পা,নেই যুবরাজ

ওয়েব ডেস্ক: মহেন্দ্র সিং ধোনির উত্তরসূরি হিসাবে যাকে দেখা হচ্ছে সেই উইকেটকিপার সঞ্জু স্যামসন জাতীয় দলে ডাক পেলেন।

Updated By: Aug 5, 2014, 10:14 PM IST
জাতীয় দলে ঠাঁই পেলেন 'নতুন ধোনি', বাদ উথাপ্পা,নেই যুবরাজ

ওয়েব ডেস্ক: মহেন্দ্র সিং ধোনির উত্তরসূরি হিসাবে যাকে দেখা হচ্ছে সেই উইকেটকিপার সঞ্জু স্যামসন জাতীয় দলে ডাক পেলেন। ইংল্যান্ডে পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজ ও একটি টি টোয়েন্টি ম্যাচের জন্য ভারতীয় দল ঘোষিত হল। ঘোষিত দলে চমক বলতে কেরলের সঞ্জু স্যামসনের অন্তর্ভুক্তি। আইপিএলে সেভেনে দুরন্ত খেলে বাংলাদেশ সফরে জাতীয় দলে খেলার পর ফের বাদ পড়লেন রবীন উথাপ্পা। টেস্টে ভাল খেললেও বাংলাদেশে ওয়ানডেতে ব্যর্থ হওয়ায় বাদ পড়লেন চেতেশ্বর পূজারাও। যুবরাজ সিংকেও দলে রাখা হয়নি।

আইপিএলে রাজস্থান রয়্যালসের হয়ে দারুণ খেলার পর অস্ট্রেলিয়ায় ভারতীয় এ দলের হয়ে নজরকাড়া পারফরম্যান্স উপহার দেন রাহুল দ্রাবিড়ের প্রিয় ক্রিকেটার সঞ্জু স্যামসন। সঞ্জু উইকেটকিপিংয়ের পাশাপাশি ব্যাটিংয়ের প্রশংসা করেছেন অনেক প্রাক্তন ক্রিকেটার। সঞ্জু সুযোগ পাওয়ায় আইপিএল ফাইনালে অবিশ্বাস্য শতরানের ইনিংস খেলা ঋদ্ধিমান সাহা জাতীয় দলে ঢোকার লড়াইয়ে পিছিয়ে পড়লেন।

বিশ্বকাপ শুরু হতে নাকি আর মাস ছয়েক বাকি। নির্বাচকরা বিশ্বকাপের কথা মাথায় রেখেই দল নির্বাচন করেছেন।

অলরাউন্ডার হিসাবে দলে সুযোগ পেয়েছেন স্টুয়ার্ট বিন্নি, রবীন্দ্র জাদেজা। স্পিনার হিসাবে অশ্বিনের সঙ্গে রাখা হল করণ শর্মাকে। প্রথম সারির ক্রিকেটারদের বিশ্রাম দেওয়ায় বাংলাদেশ সফরে সুযোগ পাওয়া পারভেজ রসুল বাদ পড়লেন। ইংল্যান্ডে পাঁচ ম্যাচের একদিনের সিরিজ শুরু ২৫ অগাস্ট থেকে। টি টোয়েন্টি ম্যাচ ৭ সেপ্টেম্বর।

১৭ সদস্যের একদিনের দল- মহেন্দ্র সিং ধোনি, বিরাট কোহলি, শিখর ধাওয়ান, রোহিত শর্মা, আজিঙ্কা রাহানে, সুরেশ রায়না,রবীন্দ্র জাদেজা,আর অশ্বিন, স্টুয়ার্ট বিন্নি, ভুবনেশ্বর কুমার, মহম্মদ সামি, মোহিত শর্মা, আম্বাতি রায়াডু, উমেশ যাদব, ধবল কুলকার্নী, সঞ্জু শর্মা, করন শর্মা।

MS Dhoni (c&wk), Virat Kohli, Shikhar Dhawan, Rohit Sharma, Ajinkya Rahane, Suresh Raina, Ravindra Jadeja, Ravichandran Ashwin, Stuart Binny, Bhuvneshwar Kumar, Mohammed Shami, Mohit Sharma, Ambati Rayudu, Umesh Yadav, Dhawal Kulkarni, Sanju Samson, Karn Sharma.

.