করোনা মোকাবিলায় এক সপ্তাহে ১.২৫ কোটি টাকা ফান্ড তুললেন সানিয়া

বিশ্বজুড়ে ত্রাসের নাম এখন করোনাভাইরাস। করোনা মোকাবিলায় দেশ জুড়ে চলছে ২১ দিনের লকডাউন। 

Edited By: সুখেন্দু সরকার | Updated By: Mar 31, 2020, 01:13 PM IST
করোনা মোকাবিলায় এক সপ্তাহে ১.২৫ কোটি টাকা ফান্ড তুললেন সানিয়া

নিজস্ব প্রতিবেদন:  করোনা মোকাবিলায় একজোট হয়ে লড়াইয়ের আবেদন জানিয়েছিলেন ভারতীয় টেনিস সুন্দরী সানিয়া মির্জা। করোনাভাইরাসের বিরুদ্ধে লড়াইয়ে মানুষের পাশে দাঁড়াতে এক সপ্তাহে ১.২৫ কোটি টাকা ফান্ড তুললেন ভারতীয় টেনিস তারকা।

বিশ্বজুড়ে ত্রাসের নাম এখন করোনাভাইরাস। করোনা মোকাবিলায় দেশ জুড়ে চলছে ২১ দিনের লকডাউন।  এই পরিস্থিতিতে ফান্ড তোলার কাজে এগিয়ে যান সানিয়া মির্জা।  টুইটারে তিনি লেখেন, "গত সপ্তাহে আমরা একজোট হয়ে একটা দল হিসেবে কিছু মানুষকে সাহায্য করতে পেরেছি। আমরা প্রায় হাজার খানেক পরিবারকে খাবার তুলে দিতে পেরেছি। গত এক সপ্তাহ ধরে এক লক্ষ মানুষের সাহায্যে আমরা ১.২৫ কোটি টাকা ফান্ড তুলতে পেরেছি। এই লড়াইয়ে আমরা জোটবদ্ধ থেকেছি এবং আগামী দিনেও একজোট হয়ে এগিয়ে যাব..."

করোনা ত্রাণে ইতি মধ্যেই দেশজুড়়ে ক্রীড়াবিদ থেকে সেলেবরা সাধ্যমতো সাহায্য করে চলেছেন। বিপদের দিনে দেশের মানুষের পাশে দাঁড়িয়েছেন সকলেই।

 

আরও পড়ুন -করোনা ত্রাণে সচিন-সৌরভদের থেকে বেশি অনুদান দিলেন 'হিটম্যান'

.