Tokyo Olympics 2020: 'সুপার সানডে'! রবিবাসরীয় অলিম্পিক্সে নজরে Sindhu, Mary, Sania

দেশের তিন স্পোর্টিং সুপারস্টার এবার অ্যাকশনে।

Updated By: Jul 24, 2021, 06:56 PM IST
Tokyo Olympics 2020: 'সুপার সানডে'! রবিবাসরীয় অলিম্পিক্সে নজরে Sindhu, Mary, Sania

নিজস্ব প্রতিবেদন: রাত পোহালেই শুরু অলিম্পিক্সের (Tokyo Olympics 2020) তৃতীয় দিনের অ্যাকশন। নজরে থাকবেন দেশের তিন স্পোর্টিং সুপারস্টার। রবিবার অর্থাৎ আগামিকাল অলিম্পিক্স অভিযান শুরু করছেন পিভি সিন্ধু ( P. V. Sindhu), মেরি কম (Mary Kom) ও সানিয়া মির্জা (Sania Mirza)। এবার দেখে নেওয়া যাক কে কখন খেলতে নামছেন?

ভারতীয় সময়ে সকাল ৭টা ১০ মিনিটে ব্যাডমিন্টন সিঙ্গলস রয়েছে। ভারতের পিভি সিন্ধুর মুখোমুখি ইজরায়েলের সেনিয়া পোলিকারপোভা। গতবার রিও অলিম্পিক্সে রুপো জিতে ইতিহাস লিখেছিলেন তেলেঙ্গানার বছর ছাব্বিশের কন্যা। ভারতের প্রথম মহিলা খেলোয়াড় হিসেবে সিন্ধু অলিম্পিক্সে রুপো জেতেন। এবারও সিন্ধুর ওপর গোটা দেশের প্রত্যাশা।

আরও পড়ুন: Tokyo 2020: Mirabai র সাফল্যে উচ্ছ্বসিত Karnam, পদকের মাহাত্ম্য নিয়ে কী বলছেন তিনি?

ভারতীয় সময়ে ঠিক ৭টা ৩০ মিনিটে কোর্টে নামছেন সানিয়া মির্জা। ছ'বারের গ্র্যান্ড স্লাম জয়ী সানিয়াকেরিয়ারের চতুর্থ অলিম্পিক্সে অংশ নিতে চলেছেন টোকিওতে। তিনি এবার তরুণ খেলোয়াড় অঙ্কিতা রায়নাকে বেছে নিয়েছেন পার্টনার হিসেবে। সাইনি উইলসনের পর আপনি ভারতের দ্বিতীয় মহিলা অ্যাথলিট হিসেবে চতুর্থ অলিম্পিক্স খেলতে যাচ্ছেন। সানিয়ার লক্ষ্য থাকবে অলিম্পিক্স পদক জেতার। ডাবলসে সানিয়াদের প্রতিপক্ষ ইউক্রেনের জুটি লাইয়ুডমাইলা কিচেনক ও নাদিয়া কিচেনক।

আরও পড়ুন: Tokyo Olympics 2020: ইতিহাস লিখে আবেগি ইম্ফলের মেয়ে, কী বললেন Mirabai Chanu?

ভারতীয় সময়ে দুপুর ১টা ৩০ মিনিটে বক্সিংয়ে মহিলাদের ফ্লাইওয়েটে বিভাগে রাউন্ড অফ থার্টিটু-র ম্যাচ। ছ'বারের বিশ্ব চ্যাম্পিয়ন ও কিংবদন্তি মেরি কমের মুখোমুখি ক্যারিবিয়ান মিগুয়েলিনা হার্নান্ডেজ গার্সিয়া। ৩৮ বছরের মেরির এটাই শেষ অলিম্পিক্স। ২০১২ লন্ডন অলিম্পিক্সে ব্রোঞ্জ জয়ী মেরি চাইবেন ফের একবার ম্যাজিক করতে।

 (Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)

.