ডাবলসে জয় দিয়ে Wimbledon-এ যাত্রা শুরু Sania Mirza-র
মার্কিন সঙ্গী বিথ্যানি ম্যাটেন স্যান্ডসকে নিয়ে ডিজারি ক্রজিক ও অ্যালেক্সা গুয়ারাচি জুটিকে ৭-৫, ৬-৩ ব্যবধানে হারালেন সানিয়া।
নিজস্ব প্রতিবেদন - ডাবলসের প্রথম ম্যাচ জিতে উইম্বলডন যাত্রা শুরু করলেন ভারতের টেনিস তারকা সানিয়া মির্জা। মার্কিন সঙ্গী বিথ্যানি ম্যাটেন স্যান্ডসকে নিয়ে ডিজারি ক্রজিক ও অ্যালেক্সা গুয়ারাচি জুটিকে ৭-৫, ৬-৩ ব্যবধানে হারালেন সানিয়া। পুত্রসন্তানের জন্মের পর এই প্রথম উইম্বলডনের মত বড় আসরে নামলেন সানিয়া। দীর্ঘদিন পর জানুয়ারিতে হোবার্টে কোর্টে ফিরে আন্তর্জাতিক টুর্নামেন্ট জেতেন সানিয়া। উইম্বলডনের মত বড় টুর্নামেন্টে নামার আগে চাপ যে ছিলই তা অনস্বীকার্য। তবে প্রথম ম্যাচে রীতিমতো ছন্দেই ছিলেন তিনি। বেশ কিছুবার তাঁর বিখ্যাত ফোরহ্যান্ডও দেখা যায়।
WIMBLEDON: SANIA MAKES A WINNING RETURN
Playing her first match in Wimbledon since 2017, @MirzaSania teamed up with @matteksands to oust the 6th seeds Guarachi / Krawczyk 7-5 6-3 in the 1st round of Women's doubles event pic.twitter.com/iFEUrbTCF6
— Indian Tennis Daily (@IndTennisDaily) July 1, 2021
সামনের মাসে টোকিওতে চতুর্থবারের জন্য অলিম্পিকে নামতে চলেছেন সানিয়া। ২৩শে জুলাই থেকে শুরু অলিম্পিক। সেখানে তাঁর পার্টনার অঙ্কিতা রায়না। অলিম্পিকের আগে উইম্বলডনে ভালো কিছু করতে মরিয়া ৬ বারের গ্র্যান্ডস্ল্যাম বিজয়ী। টেনিসে তাঁর থেকে পদকের আশায় থাকবেন আপামর ভারতবাসী।