হেলমেট কৌতূক আর তিন `ঝাঁটায়` ত্রিশতরান সাঙ্গার
মনে করুন আপনি ২৮৬ রানে ব্যাট করছেন। দলের তখন ৯ উইকেট পড়ে গিয়েছে। উল্টোপ্রান্তে একেবারেই আনকোড়া ১১ নম্বর ব্যাটসম্যান। এমন সময় আপনি কী করবেন! মনে হবে এত কাছে এসে এত বড় রেকর্ড থেকে বঞ্চিত হব। তা থেকে ভয় লাগবে, হাত পা কিছুটা কাঁপবে। কিংবা আপনি হয়তো এমন ভাববেন। প্রথম বলে বাউন্ডারি, বাকি দুটো বলে ওভার বাউন্ডারি।
Sri Lanka 587।। Bangladesh 86/1
মনে করুন আপনি ২৮৬ রানে ব্যাট করছেন। দলের তখন ৯ উইকেট পড়ে গিয়েছে। উল্টোপ্রান্তে একেবারেই আনকোড়া ১১ নম্বর ব্যাটসম্যান। এমন সময় আপনি কী করবেন! মনে হবে এত কাছে এসে এত বড় রেকর্ড থেকে বঞ্চিত হব। তা থেকে ভয় লাগবে, হাত পা কিছুটা কাঁপবে। কিংবা আপনি হয়তো এমন ভাববেন। প্রথম বলে বাউন্ডারি, বাকি দুটো বলে ওভার বাউন্ডারি।
ঠিক একই পরিস্থিতি এই কাজটাই করলেন শ্রীলঙ্কার কুমার সাঙ্গাকারা। চট্টগ্রামে বাংলাদেশের বিরুদ্ধে দ্বিতীয় টেস্টে সাঙ্গাকারা ২৮৬ রানে যখন নট আউট অবস্থায়, তখন শ্রীলঙ্কার ৯ উইকেট পড়ে গিয়েছে। এমন সময় দিনের সেরা বোলার সাকিব আল হাসানের বলে সাঙ্গা মারলেন ৪,৬,৬।
শেষের ওভার বাউন্ডারিটা সাঙ্গা মারেন রিভার্স সুইপে। ব্যস,আন্তর্জাতিক ক্রিকেটে জীবনের প্রথম ত্রিশতরান পেয়ে গেলেন সাঙ্গাকারা। ৩১৯ রানে নট আউট থাকলেন। সাকিব নিলেন ৫ উইকেট। শ্রীলঙ্কা প্রথম ইনিংসে করল ৫৮৭। জবাবে ব্যাট করতে নেমে দিনের শেষে ১ উইকেটে ৮৭ রান।
জীবনের প্রথম ত্রিশতরান করার পাশাপাশি আরও দারুণ একটা রেকর্ড গড়লেন সাঙ্গা। টেস্টে দ্রুততম ১১ হাজার রানের মালিক হলেন তিনি। ভাঙলেন ব্রায়ান লারার রেকর্ড।
এদিকে, চট্টগ্রাম টেস্টে আজ হেলমেট কৌতুক দেখা গেল। শেষের ব্যাটসম্যানের সঙ্গে ব্যাট করা সাঙ্গাকারকে বিরক্ত করতে ওয়াইড বল করেন বোলার সাকিব। উইকেটকিপার সামসুর রহমান থামানোর চেষ্টাও করেননি। সেই বল যায় ফাইন লেগে দাঁড়িয়ে থাকা তামিম ইকবালের কাছে। শেষ ব্যাটসম্যানকে আড়াল করতে সুযোগ পেয়েও সিঙ্গলস নিতে রাজি হননি সাঙ্গা। ব্যাপরটা বুঝতে পেরে দায়সারা ভাবে স্টাম্পের উদ্দেশ্যে বল ছোঁড়েন তামিম। কিন্তু সেই বল গিয়ে লাগে হেলমেটে। ক্রিকেটের ৪১ নম্বর আইন অনুযায়ী শ্রীলঙ্কা পেয়ে যায় ৫ রান। বড় রানের ঘায়ে পেনাল্টি রানের ছেঁটা লাগে বাংলাদেশের।