বাংলার সামি, মুম্বইয়ের রোহিতের জোড়া উত্থানে স্মরণীয় হয়ে রইল স্বর্গদ্যানে লিটলমাস্টারের বিদায়ী ম্যাচ

ব্যাটে রোহিত বলে বাংলার সামি। অভিষেক টেস্টেই ভারতীয় ক্রিকেটের নয়া প্রজন্মের জোড়া ঝলকে ইডেন টেস্টে কার্যত উড়ে গেল ক্যারিবিয়ানরা।

Updated By: Nov 8, 2013, 11:43 PM IST

ব্যাটে রোহিত বলে বাংলার সামি। অভিষেক টেস্টেই ভারতীয় ক্রিকেটের নয়া প্রজন্মের জোড়া ঝলকে ইডেন টেস্টে কার্যত উড়ে গেল ক্যারিবিয়ানরা।
নিজের অভিষেক টেস্টেই নজর কাড়লেন বাংলার পেসার মহম্মদ সামি। ইডেন টেস্টে নয় উইকেট নিলেন তিনি। অভিষেকে কোনও ভারতীয় পেসারের এটাই সেরা পারফরম্যান্স। ইডেন টেস্টের প্রথম দিন চার উইকেট নিয়ে ওঃ ইন্ডিজের ব্যাটিং মেরুদন্ড ভেঙেছিলেন সামি। দ্বিতীয় ইনিংসেও সামির রিভার্স সুইংয়ের মোকাবিলা করার কোনও অস্ত্র ছিল না ক্যারবিয়ানদের সামনে। প্রথম টেস্টে ভারতের জয়ে অন্যতম নায়ক হলেন আর অশ্বিন। ভারতের ব্যাটিং বিপর্যয়ের সময় রোহিত শর্মাকে যোগ্যসঙ্গত দেন তিনি। টেস্টে দ্বিতীয় শতরানের পাশাপাশি ওয়েস্ট ইন্ডিজের দ্বিতীয় ইনিংসে তিনটি উইকেট পেয়েছেন অশ্বিন।
নিজের অভিষেক টেস্টে দুরন্ত পারফরম্যান্স রোহিত শর্মার। প্রথম ইনিংসে ভারতের ব্যাটিং বিপর্যয়ের সময় ব্যাটিংয়ের হাল ধরেন রোহিতই। অশ্বিনকে সঙ্গী করে ভারতকে নিরাপদ জায়গায় পৌঁছে দেন ভারতের এই ব্যাটসম্যান। একশো সাতাত্তর রানের ইনিংসের জন্য ম্যাচের সেরা নির্বাচিত হন রোহিত।
সোনার সময় চলছে রোহিত শর্মার।অধিনায়কত্ব অনেক ব্যাটসম্যানের কাছেই বাড়তি চাপ নিয়ে আসে। মুম্বইয়ের রোহিতের ক্ষেত্রে ব্যাপারটা অবশ্য উল্টো। মুম্বই ইন্ডিয়ান্সের অধিনায়কত্ব একধাক্কায় কেরিয়ারটাই বদলে দিয়েছে রোহিতের। একদিনের ক্রিকেটে তৃতীয় ব্যাটসম্যান হিসাবে দ্বিশতরান করার একসপ্তাহের মধ্যেই টেস্ট অভিষেকে শতরান করেন রোহিত।তিরাশি রানে পাঁচ উইকেট খুঁড়িয়ে দল যখন ধুঁখছে,তখন অশ্বিনকে সঙ্গী করে ভারতকে নিরাপদ জায়গায় পৌঁছে দেন ভারতের এই ব্যাটসম্যান। ১৭৭ রানের ইনিংসের জন্য ম্যাচের সেরাও নির্বাচিত হন রোহিত। সচিনের বিদায়ী সিরিজে রোহিতের উত্থান নিঃসন্দেহে স্বস্তি দেবে ভারতীয় টিম ম্যানেজমেন্টকে।

.