স্বর্গোদ্যানে তৃতীয় দিন LIVE- ইডেন টেস্টে তৃতীয় দিনেই জয় ছিনিয়ে নিল ভারত, বাংলার সামির উত্থানের দিন একটু বিষাদের ছোঁয়া, ইডেনে আর ব্যাট হাতে খেলতে দেখা যাবে না মাস্টার ব্লাস্টারকে

ইডেন টেস্ট জিতে নিল ভারত। তিন দিনের মধ্যেই ওঃ ইন্ডিজকে ইনিংস আর একান্ন রানে হারিয়ে দিল ধোনিবাহিনী। ফলে সিরিজে এক-শূন্যয় এগিয়ে গেল ভারত। প্রথম ইনিংসে চার উইকেট নেওয়ার পর দ্বিতীয় ইনিংসে পাঁচ উইকেট নেন ইডেনে অভিষেক হওয়া মহম্মদ সামি। দুরন্ত ১৭৭ রানের ইনিংসের জন্য ম্যাচের সেরা হয়েছেন রোহিত শর্মা। রোহিতেরও এটাই ছিল অভিষেক টেস্ট। গত বৃহস্পতিবার ২৩৪ রানের জবাবে শুরু থেকেই ভারত মুখ থুবড়ে পড়েছিল, সেখান থেকে হাল ধরলেন রোহিত শর্মা। তাঁর সঙ্গে যোগ্য সঙ্গ দিলেন রবীচন্দ্রন অশ্বিন। ভারত দ্বিতীয় ইনিংসের জন্য ২১৯ রানের লিড দিল। বিস্তারিত স্কোরবোর্ড দেখুন

Updated By: Nov 8, 2013, 09:19 AM IST

ইডেন টেস্ট জিতে নিল ভারত। তিন দিনের মধ্যেই ওঃ ইন্ডিজকে ইনিংস আর একান্ন রানে হারিয়ে দিল ধোনিবাহিনী। ফলে সিরিজে এক-শূন্যয় এগিয়ে গেল ভারত। প্রথম ইনিংসে চার উইকেট নেওয়ার পর দ্বিতীয় ইনিংসে পাঁচ উইকেট নেন ইডেনে অভিষেক হওয়া মহম্মদ সামি। দুরন্ত ১৭৭ রানের ইনিংসের জন্য ম্যাচের সেরা হয়েছেন রোহিত শর্মা। রোহিতেরও এটাই ছিল অভিষেক টেস্ট।
মাত্র তিন দিনেই ইডেন টেস্টের পাট চুকিয়ে ফেলল ভারতীয় দল। ওয়েস্ট ইন্ডিজকে ইনিংস আর একান্ন রানে হারিয়ে সিরিজে ১-০ এগিয়ে গেল ধোনিবাহিনী। কিন্তু ভারতের জয়ের উচ্ছ্বাসের মধ্যেও বিষাদে ভাসল ইডেন। কেননা তাদের প্রিয় সচিন দ্বিতীয় ইনিংসে ব্যাট করার সুযোগই পেলেন না।বলা ভাল মহম্মদ সামি,অশ্বিনরা সেই সুযোগ দিলেন না ইডেনের দর্শকদের।প্রথম ইনিংসের মতও দ্বিতীয় ইনিংসে ভারতীয় বোলারদের কাছে আত্মসমপর্ণ করল ক্যারবিয়ান ব্যাটসম্যানরা। মাত্র ১৬৮ রানে দ্বিতীয় ইনিংসে অল আউট হয়ে যান চন্দ্ররপলরা। প্রথম ইনিংসে চার উইকেট নেওয়ার পর দ্বিতীয় ইনিংসে বিষাক্ত রিভার্স সুইংয়ে স্যামুয়েলসদের কাত করলেন মহম্মদ সামি। অভিষেক টেস্টে নয় উইকেট নিলেন বাংলার এই পেসার।তিন উইকেট নেন অশ্বিনও।দিনের শেষ বেলাটা যদি হয় সামির,তাহলে দিনের শুরুটা অবশ্যই ছিল তামিলনাড়ুর অফ স্পিনারের।
তৃতীয় দিন সকালেই টেস্ট কেরিয়ারে নিজের দ্বিতীয় শতরান সেরে ফেলেন অশ্বিন।রোহিত আর অশ্বিনের দুশো আশি রানের পার্টনারশিপ ভারতকে ২১৯ রানের লিড এনে দেয়। অভিষেক টেস্টে ১৭৭ রানের অনবদ্য ইনিংস খেলে ম্যাচের সেরা হন সদ্য একদিনের ক্রিকেটে দ্বিশতরান করা রোহিত। ভারতীয় ক্রিকেটের রূপকথার নায়কের বিদায়ী সিরিজে দুই নতুন নায়কের উত্থানের সাক্ষী থাকল ইডেন গার্ডেন্স।
গত বৃহস্পতিবার ২৩৪ রানের জবাবে শুরু থেকেই ভারত মুখ থুবড়ে পড়েছিল, সেখান থেকে হাল ধরলেন রোহিত শর্মা। তাঁর সঙ্গে যোগ্য সঙ্গ দিলেন রবীচন্দ্রন অশ্বিন। ভারত দ্বিতীয় ইনিংসের জন্য ২১৯ রানের লিড দিল। বিস্তারিত স্কোরবোর্ড দেখুন

.