হাতির পায়ে পিষে গেল সাইনার বিজয় রথ
অল ইংল্যান্ড ব্যাডমিন্টনে সাইনা নেহওয়ালের সোনালী দৌড় থেমে গেল। চিনের শক্ত প্রতিদ্বন্দ্বীকে হারিয়ে সেমিফাইনালে ওঠার পর সাইনা হারলেন তাইল্যান্ডের রাতচানোক ইন্টাননের বিরুদ্ধে। শনিবার ভারতের ব্যাডমিন্টন রানি হারেন ১৫-২১, ১৯-২১। সাইনাকে দেখে মনে হচ্ছিল তিনি তাঁর যাবতীয় শক্তি কোয়ার্টার ফাইনালেই শেষ করে দিয়েছেন। এদিন সাইনার ম্যাচ দেখতে হাজির ছিলেন বেশ কয়েকজন তাই সুন্দরী সমর্থক। তাদের হাতে ছিল তাইলান্ডের জাতীয় পশু হাতির ছবি। সেই ছবির নীচে লেখা হাতির পা পিষে দাও সাইনার বিজয়রথ। বাস্তবেও কিছুটা তাই হল।
অল ইংল্যান্ড ব্যাডমিন্টনে সাইনা নেহওয়ালের সোনালী দৌড় থেমে গেল। চিনের শক্ত প্রতিদ্বন্দ্বীকে হারিয়ে সেমিফাইনালে ওঠার পর সাইনা হারলেন তাইল্যান্ডের রাতচানোক ইন্টাননের বিরুদ্ধে। শনিবার ভারতের ব্যাডমিন্টন রানি হারেন ১৫-২১, ১৯-২১। সাইনাকে দেখে মনে হচ্ছিল তিনি তাঁর যাবতীয় শক্তি কোয়ার্টার ফাইনালেই শেষ করে দিয়েছেন। এদিন সাইনার ম্যাচ দেখতে হাজির ছিলেন বেশ কয়েকজন তাই সুন্দরী সমর্থক। তাদের হাতে ছিল তাইলান্ডের জাতীয় পশু হাতির ছবি। সেই ছবির নীচে লেখা হাতির পা পিষে দাও সাইনার বিজয়রথ। বাস্তবেও কিছুটা তাই হল।
অথচ কোয়ার্টার ফাইনালে চিনের একমাত্র শক্ত প্রতিপক্ষ শিজিয়াং ওয়াঙ্গকে ম্যারাথন ম্যাচে হারানোর পর সাইনাকে নিয়ে খেতাবের স্বপ্ন দারুণভাবে দেখা শুরু হয়েছিল। হাড্ডাহাড্ডি লড়াইয়ে ষষ্ঠ বাছাই ওয়াঙ্গকে ২৩-২১, ১৯-২১, ২১-১৬ গেমে হারিয়ে দেন এই হায়দরাবাদী তারকা। ওয়াঙ্গ সাইনার কাছে হেরে যাওয়ার ফলে টুর্নামেন্ট থেকে ছিটকে গেল চিনের মহিলা দল। যার ফলে চ্যাম্পিয়ন হওয়া পথ সহজ হতে পারে সাইনার। এমনটাই মনে করা হচ্ছিল। কিন্তু শনিবারের অবাক হার সব স্বপ্ন ভেঙে দিল। পুরুষদের বিভাগে চিনের লং চেনের কাছে হেরে টুর্নামেন্ট থেকে ছিটকে গেছেন ভারতের পারুপল্লি কাশ্যপও।