দারুণ লড়েও ফাইনালে হেরে ঐতিহাসিক খেতাব জেতা হল না সাইনার

স্বপ্নভঙ্গ। অল ইংল্যান্ড ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপ জেতা হল না সাইনা নেহওয়ালের। ফাইনালে খাটলো না সাইনা ম্যাজিক। এদিন স্পেনের ক্যারোলিনা মারিনের কাছে হেরে গেলেন অলিম্পিকে ব্রোঞ্জ জয়ী এই ভারতীয় শাটলার। তিন গেমের হাড্ডাহাড্ডি লড়াইয়ে ২১-১৬, ১৪-২১, ৭-২১ ফলে হেরে যান সাইনা। গোটা চ্যাম্পিয়নশিপে দুরন্ত ফর্মে ছিলেন তিনি।

Updated By: Mar 8, 2015, 08:36 PM IST
দারুণ লড়েও ফাইনালে হেরে ঐতিহাসিক খেতাব জেতা হল না সাইনার

ওয়েব ডেস্ক: স্বপ্নভঙ্গ। অল ইংল্যান্ড ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপ জেতা হল না সাইনা নেহওয়ালের। ফাইনালে খাটলো না সাইনা ম্যাজিক। এদিন স্পেনের ক্যারোলিনা মারিনের কাছে হেরে গেলেন অলিম্পিকে ব্রোঞ্জ জয়ী এই ভারতীয় শাটলার। তিন গেমের হাড্ডাহাড্ডি লড়াইয়ে ২১-১৬, ১৪-২১, ৭-২১ ফলে হেরে যান সাইনা। গোটা চ্যাম্পিয়নশিপে দুরন্ত ফর্মে ছিলেন তিনি।

প্রথম গেম সেই ফর্মের ঝলকও পাওয়া যায়। যার ফলে প্রথম গেমটি নিজের দখলে নেন সাইনা। কিন্তু লিড ধরে রাখতে পারেননি। বাকি দুটি গেমে মারিনের সামনে দাঁড়াতেই পারলেন না ভারতের এক নম্বর শাটলার। অবশেষে রানার্স আপ হয়ে ইতিহাস অধরা রয়ে গেল সাইনার। প্রথম ভারতীয় মহিলা শাটলার হিসাবে অল ইংল্যান্ড চ্যাম্পিয়নশিপ জয়ের হাতছানি ছিল সাইনার সামনে।

.