কোচ বদলেই সাফল্য, মানলেন সাইনা

পুলেল্লা গোপীঁচাদকে ছেড়ে বিমল কুমারের কোচিংয়ে খেলেই সাফল্য এসেছে। দাবি সাইনা নেহওয়ালের। খারাপ ফর্মের সময় কোচ বদলের সিদ্ধান্তকে সঠিক বলে মন্তব্য করেছেন সাইনা।

Updated By: Aug 19, 2015, 11:16 AM IST
কোচ বদলেই সাফল্য, মানলেন সাইনা

ওয়েব ডেস্ক: পুলেল্লা গোপীঁচাদকে ছেড়ে বিমল কুমারের কোচিংয়ে খেলেই সাফল্য এসেছে। দাবি সাইনা নেহওয়ালের। খারাপ ফর্মের সময় কোচ বদলের সিদ্ধান্তকে সঠিক বলে মন্তব্য করেছেন সাইনা।

এবছর দুরন্ত ফর্মে রয়েছেন সাইনা নেহওয়াল। বিশ্বের এক নম্বর হওয়া শুধু ঘোষণার অপেক্ষা। কিন্তু গতবছরটা একেবারে ভাল যায়নি। এক সময় ব্যাডমিন্টন ছাড়ার ব্যাপারেও ভাবনাচিন্তা করেছিলেন। কিন্তু পুলেল্লা গোপীঁচাদকে ছেড়ে বিমল কুমারের অ্যাকাডেমিতে যোগ দেওয়ার পর থেকেই সাফল্য আসতে শুরু করে। তাই কোচ বদলের সিদ্ধান্তকে সঠিক বলে মন্তব্য করেছেন সাইনা।

রিও অলিম্পিক পর্যন্ত নিজের এই ফর্ম ধরে রাখতে চান সাইনা নেহওয়াল।

.