একই ছবি নিয়ে একে অপরকে টুইটে ট্রোল করলেন সচিন-সেওবাগ

২২ গজের অন্যতম সফল এবং জনপ্রিয় জুটি সচিন-সেহবাগ। ক্রিজে একদিকে সচিন তেন্ডুলকর আর অন্যদিকে বীরেন্দ্র সেহবাগ থাকলে প্রতিপক্ষ দলকে বেশ চাপেই থাকতে হত। খেলা ছেড়েছেন দুজনেই। কিন্তু একে অপরের সঙ্গে পুরনো সেই বন্ডিংটা এখনও রয়েছে। একে অপরের প্রশংসায় এ বলে আমায় দেখ তো ও বলে আমায় দেখ।

Updated By: Feb 7, 2017, 04:20 PM IST
একই ছবি নিয়ে একে অপরকে টুইটে ট্রোল করলেন সচিন-সেওবাগ

ওয়েব ডেস্ক: ২২ গজের অন্যতম সফল এবং জনপ্রিয় জুটি সচিন-সেহবাগ। ক্রিজে একদিকে সচিন তেন্ডুলকর আর অন্যদিকে বীরেন্দ্র সেহবাগ থাকলে প্রতিপক্ষ দলকে বেশ চাপেই থাকতে হত। খেলা ছেড়েছেন দুজনেই। কিন্তু একে অপরের সঙ্গে পুরনো সেই বন্ডিংটা এখনও রয়েছে। একে অপরের প্রশংসায় এ বলে আমায় দেখ তো ও বলে আমায় দেখ।

বীরেন্দ্র সেহবাগ খেলা ছেড়েছেন অনেকদিন আগেই। তিনি ক্রিকেটে যেভাবে প্রতিপক্ষকে ব্যাটিংয়ে ধরাশায়ী করে দিতেন, তেমনই এখনই মজার এবং বুদ্ধিদীপ্ত টুইট করে প্রতিপক্ষকে ধরাশায়ী করে দিচ্ছেন। টুইটারে বীরু এতটাই জনপ্রিয়। সম্প্রতি তিনি মাস্টার ব্লাস্টার সচিন তেন্ডুলকরের সঙ্গে ভার্চুয়াল ফাইটিং করেন। তাও একটি ছবিকে ঘিরেই। দেখে নিন কোন ছবি ঘিরে মাস্টার ব্লাস্টার সচিন তেন্ডুলকরের সঙ্গে কী কথপোকথন হল বীরেন্দ্র সেহবাগের।

 

বীরুর মজাদার টুইটের যোগ্য উত্তর দিলেন মাস্টার ব্লাস্টারও।

 

.