ধোনির অধিনায়ক হওয়ার পিছনে মূল কারিগর ছিলেন সচিনই, ফাঁস পওয়ারের

সচিন তেন্ডুলকরের জন্যই ভারত পেয়েছে মহেন্দ্র সিং ধোনির মতো অধিনায়ককে। রাহুল দ্রাবিড়ের পর, ধোনির অধিনায়ক হওয়ার পিছনে মূল কারিগর ছিলেন সচিনই। এতদিনে, সেই কথা জনসমক্ষে আনলেন তত্কালীন বোর্ড সভাপতি শরদ পওয়ার। তিনি জানান, ইংল্যান্ড সফর চলাকালীন একদিন রাহুল এসে তাঁকে জানান, অধিনায়কত্ব তাঁর খেলায় প্রভাব ফেলছে। তাই তিনি দায়িত্ব ছেড়ে দিতে চান।

Updated By: Nov 10, 2013, 08:24 PM IST

সচিন তেন্ডুলকরের জন্যই ভারত পেয়েছে মহেন্দ্র সিং ধোনির মতো অধিনায়ককে। রাহুল দ্রাবিড়ের পর, ধোনির অধিনায়ক হওয়ার পিছনে মূল কারিগর ছিলেন সচিনই। এতদিনে, সেই কথা জনসমক্ষে আনলেন তত্কালীন বোর্ড সভাপতি শরদ পওয়ার। তিনি জানান, ইংল্যান্ড সফর চলাকালীন একদিন রাহুল এসে তাঁকে জানান, অধিনায়কত্ব তাঁর খেলায় প্রভাব ফেলছে। তাই তিনি দায়িত্ব ছেড়ে দিতে চান।
বিস্মিত পওয়ার প্রথমে রাজি না হলেও, দায়িত্ব ছাড়ার সিদ্ধান্তে অবিচল ছিলেন দ্রাবিড়। পরবর্তী অধিনায়ক হিসেবে তিনি প্রস্তাব করেন সচিনের নাম। বাধ্য হয়ে পওয়ার কথা বলেন সচিনের সঙ্গে। কিন্তু মাস্টার ব্লাস্টার তাঁকে পরিষ্কার জানিয়ে দেন, তিনি অধিনায়কত্ব নিতে আগ্রহী নন। উল্টে তিনি পওয়ারকে পরামর্শ দেন ধোনিকে অধিনায়ক করে দেওয়ার জন্য।
তরুণ উইকেটরক্ষককে অধিনায়কত্ব দেওয়া নিয়ে খানিকটা সংশয়ে ছিলেন পওয়ার। কিন্তু, তাঁকে আশ্বস্ত করে সচিন জানিয়েছিলেন, একজন দুর্দান্ত অধিনায়ক হওয়ার যাবতীয় মশলা মজুত আছে ধোনির মধ্যে। অধিনায়ক ধোনির সাফল্যের বিষয়ে পওয়ারকে গ্যারান্টি দিয়েছিলেন সচিন।
আর সেই জন্যেই ভারত আজ এত সফল এক অধিনায়ককে পেয়েছে বলে জানিয়েছেন পওয়ার। তাঁর দাবি, ক্রিকেটার হিসেবে সচিন যত বড়, তার থেকেও বেশি বড় মাপের একজন মানুষ। তিনি নিশ্চিত, অবসর নিলেও সচিন বেশিদিন ক্রিকেট থেকে দূরে সরে থাকতে পারবেন না। বরং এগিয়ে আসবেন পরবর্তী প্রজন্মের তারকাদের তৈরি করতে।    

.