কোচ হিসেবে Dravid যা করতে পারেন তা জানিয়ে দিলেন Sachin

দ্বীপরাষ্ট্রে ধাওয়ানদের হেডস্যার হয়েছেন রাহুল দ্রাবিড়।

Updated By: Jun 23, 2021, 04:12 PM IST
কোচ হিসেবে Dravid যা করতে পারেন তা জানিয়ে দিলেন Sachin

নিজস্ব প্রতিনিধি: আগামী মাসে সীমিত ওভারের ক্রিকেট খেলতে শ্রীলঙ্কা যাচ্ছে টিম ইন্ডিয়া। তিন ম্যাচের ওয়ানডে ও তিন ম্যাচের টি-২০ সিরিজ খেলবে শিখর ধাওয়ান (Shikhar Dhawan)। অ্যান্ড কোং। দলে অভিজ্ঞ ক্রিকেটারদের পাশাপাশি রয়েছেন দেবদূত পাড্ডিকল (Devdutt Padikkal), রুতুরাজ গায়কোয়াড় (Ruturaj Gaikwad), চেতন সাকারিয়ার (Chetan Sakariya) মতো একদন নতুন মুখও। 

দ্বীপরাষ্ট্রে ধাওয়ানদের হেডস্যার হয়েছেন রাহুল দ্রাবিড় (Rahul Dravid)। ভারতীয় ক্রিকেটের কিংবদন্তির হাতেই কোচিংয়ের গুরুদায়িত্ব তুলে দিয়েছে বিসিসিআই (BCCI)। দ্রাবিড়ের কোচিংয়ে ভারত যে ভাল ফল করবে, সে ব্যাপারে নিশ্চিত দ্রাবিড়ের দীর্ঘদিনের প্রাক্তন সতীর্থ সচিন তেন্ডুলকর (Sachin Tendulkar)। 

আরও পড়ুন: WTC Final: ভয়ঙ্কর রাগেও তিনি নাকি হাসেন! অগ্নিশর্মা Bumrah কে চেনাল ICC

'ক্রিকেট ঈশ্বর' টাইমস অফ ইন্ডিয়াকে দেওয়া এক সাক্ষাৎকারে ব্যাখ্যা করেছেন যে, কেন দ্রাবিড় ভাল করবেন শ্রীলঙ্কা সফরে। সচিন বলেন, “প্লেয়াররা রাহুলের সঙ্গে দীর্ঘসময় কাটিয়েছে। ওরা জানে রাহুল কী রকম! একজন কোচের কাজই হচ্ছে দলে এবং ড্রেসিংরুমে একটা স্বাস্থ্যকর পরিবেশ বজায় রাখা। রাহুল সেটা করবে।"
 
সচিন বলছেন যে, রাহুলকে তাঁর দলের ক্রিকেটারদের সেভাবে কিছু শেখানোর নেই, সে শুধু কারোর দুর্বলতা থাকলে সেগুলো নিয়েই কাজ করবে। এ প্রসঙ্গে সচিনের সংযোজন, “ক্রিকেটের এই পর্যায়ে যারা খেলছে তাদের কোচিং কারানোরয় কোনও প্রয়োজন নেই। ওরা সবাই জানে কী করে কভার ড্রাইভ মারতে হবে কিংবা বল আউটসুইং করাতে হবে। যদি না কারোর কোনও দুর্বলতা থাকে। যখন কাউকে কোনও কিছু লড়তে হবে, তখন রাহুলের মতো অভিজ্ঞ একজন রয়েছে, যে সেটা বুঝিয়ে দেব। নাহলে কাউকে কিছু বলার নেই। সকলে জানে যে তাদের কী করতে হবে!

ভারত-শ্রীলঙ্কা ক্রীড়াসূচি:

৩ জুলাই প্রথম ওয়ানডে

১৬ জুলাই দ্বিতীয় ওয়ানডে
১৮ জুলাই তৃতীয় ওয়ানডে

২১ জুলাই প্রথম টি-২০
২৩ জুলাই দ্বিতীয় টি-২০
২৫ জুলাই তৃতীয় টি-২০

(প্রতিটি ম্যাচই হবে কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে)

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)

.