Sachin Tendulkar: এই দিনেই আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক করেছিলেন মাস্টার ব্লাস্টার

সচিনের অবদান শুধু ভারতীয় ক্রিকেটেই নয়, বিশ্ব ক্রিকেটেও কখনও ভোলার নয়। 

Updated By: Nov 15, 2021, 08:00 PM IST
Sachin Tendulkar: এই দিনেই আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক করেছিলেন মাস্টার ব্লাস্টার
সচিন তেন্ডুলকর

নিজস্ব প্রতিবেদন: ১৫ নভেম্বর ১৯৮৯, তারিখটা বাইশ গজের 'রেড লেডার ডে'। কারণ ওই দিন এক কিশোর আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক করেছিল ভারতের হয়ে পাকিস্তানের বিরুদ্ধে করাচিতে। নাম সচিন তেন্ডুলকর (Sachin Tendulkar)। যাঁর আর আজ কোনও ভূমিকার প্রয়োজন নেই। ভারত-পাকিস্তান ম্যাচটি ড্র হয়ে গিয়েছিল ঠিকই। সচিন মাত্র ১৫ রানে আউট হয়ে গিয়েছিলেন। কিন্তু ১৬ বছর ২০৫ দিন বয়সে ভারতের হয়ে প্রথম টেস্ট খেলতে নামা ক্রিকেটার গোটা বিশ্বকে জানান দিয়েছিল যে, ক্রিকেট গ্রহে আরেক তারকার আর্বিভাব ঘটল। যে আগামীর মহাতারকা হয়ে উঠবে। যার কথা বলবে মহাকাল।

আরও পড়ুন: Gary Kirsten: ধোনিদের বিশ্বকাপ দেওয়া কোচকে নিতে ঝাঁপিয়েছে এই IPL ফ্র্যাঞ্চাইজি

দিন বদলেছে, ক্যালেন্ডারের পাতা উল্টেছে। কিন্তু সেই কিশোর প্রতিভা ধীরে ধীরে হয়ে উঠেছিল সর্বকালের অন্যতম সেরা ব্যাটার। ক্রিকেট ইতিহাসে নিজের নাম সোনার হরফে লিখিয়ে নিয়েছিলেন 'আধুনিক ক্রিকেটের ডন'। ২০১৩ তে আন্তর্জাতিক ক্রিকেটকে আজকের দিনেই আলবিদা জানিয়ে ছিলেন সচিন। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে জীবনের শেষ আন্তর্জাতিক ম্যাচ খেলেন তিনি। সচিনই  টেস্ট (২০০ ম্যাচে ১৫৯২১ রান, ৫১টি সেঞ্চুরি ও ৬৮টি ফিফটি) ও ওয়ানডে (৪৬৩ ম্যাচে ১৮৪২৬ রান, ৪৯টি সেঞ্চুরি ও ৯৬টি অর্ধ-শতরান) ক্রিকেটে সর্বোচ্চ রান শিকারি এখনও। আর তিনিই একমাত্র ক্রিকেটার যাঁর সেঞ্চুরির সেঞ্চুরি আছে ঝুলিতে। সচিনের অবদান শুধু ভারতীয় ক্রিকেটেই নয়, বিশ্ব ক্রিকেটেও কখনও ভোলার নয়। তাঁর অভিষেকের ৩২ বছর পরেও ১৫ নভেম্বর দিনটা মনে রেখেছেন ফ্যানরা। বিসিসিআইও দিনমাহাত্ম্যের ট্যুইট করেছে।

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)

.