ক্রিকেটে ফিরেই শতরান সচিনের
ওয়ানডে ক্রিকেটে অবসর নিয়ে নেওয়ার পর ক্রিকেট ফিরেই শতরান করলেন সচিন তেন্ডুলকর। তাঁর ওয়ানডে অবসর নিয়ে যখন গোটা ভারত বিষাদ আর আলোচনায় ডুবে। মসৌরি থেকে ছুটি কাটিয়ে মাঠে ফিরেই সচিন তাঁর সেই অভ্যাসে ফিরলেন। ক্রিকেট সচিনের অভ্যাস মানেই শতরান। সেটাই করলেন রবিবার রঞ্জি ট্রফির কোয়ার্টার ফাইনালে বরোদার বিরুদ্ধে। মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে সচিনের এদিনে শতরানটা যেন ফিরিয়ে দিল অতীতে। যারা এদিন তাঁর শতরানের ইনিংসটা দেখলেন তারা বলছেন চলতি বছরে এটাই মাস্টার ব্লাস্টারের সেরা ইনিংস।
ওয়ানডে ক্রিকেটে অবসর নিয়ে নেওয়ার পর ক্রিকেট ফিরেই শতরান করলেন সচিন তেন্ডুলকর। তাঁর ওয়ানডে অবসর নিয়ে যখন গোটা ভারত বিষাদ আর আলোচনায় ডুবে। তখন মসৌরি থেকে ছুটি কাটিয়ে মাঠে ফিরেই সচিন তাঁর সেই অভ্যাসে ফিরলেন। ক্রিকেট সচিনের অভ্যাস মানেই শতরান। সেটাই করলেন রবিবার রঞ্জি ট্রফির কোয়ার্টার ফাইনালে বরোদার বিরুদ্ধে। মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে সচিনের এদিনে শতরানটা যেন ফিরিয়ে দিল অতীতে।
যারা এদিন তাঁর শতরানের ইনিংসটা দেখলেন তারা বলছেন, চলতি বছরে এটাই মাস্টার ব্লাস্টারের সেরা ইনিংস।
রঞ্জি ট্রফিতে সচিনের এটি ১৮তম শতরান। প্রথম শ্রেণীর ক্রিকেটে ৮০তম শতরান। আর একটা শতরান হলেই দেশের প্রথম শ্রেণীর ক্রিকেটে সর্বাধিক শতরানের রেকর্ডটা (সুনীল গাভাসকরের রেকর্ড) ভেঙে ফেলবেন লিটল ডন। সচিনের শতরানের পার্টিতে যোগ দিলেন ওয়াসিম জাফরও। সব মিলিয়ে প্রথম দিনেই রেলওয়েজের বিরুদ্ধে ভাল জায়গায় মুম্বই।
ফেব্রুয়ারির ২২ তারিখ থেকে ঘরের মাঠে ফের টেস্ট ম্যাচে নামবেন সচিন। প্রতিপক্ষ তাঁর বড় প্রিয় অস্ট্রেলিয়া। আজকের এই শতরানটা অসিদের বিরুদ্ধে সিরিজের মহড়া চলল।