Australia vs India, 1st Test: পিঙ্ক টেস্টে Sachin-Lara কে ছাপিয়ে যেতে পারেন Virat Kohli

এই অ্যাডিলেডে (Adelaide Oval) বিরাটের তিনটি টেস্ট সেঞ্চুরি রয়েছে।

Edited By: সুখেন্দু সরকার | Updated By: Dec 16, 2020, 04:59 PM IST
Australia vs India, 1st Test: পিঙ্ক টেস্টে Sachin-Lara কে ছাপিয়ে যেতে পারেন Virat Kohli
ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদন:  অ্যাডিলেড ওভালে (Adelaide Oval) প্রথম টেস্টে নামার আগে জোড়া মাইলস্টোনের সামনে দাঁড়িয়ে ভারত অধিনায়ক বিরাট কোহলি (Virat Kohli)। ক্রিকেটের জীবন্ত কিংবদন্তি সচিন তেন্ডুলকর (Sachin Tendulkar) এবং ব্রায়ান লারাকে (Brian Lara) ছাপিয়ে যাওয়ার সুযোগ কিং কোহলির সামনে।

অস্ট্রেলিয়ার অ্যাডিলেড ওভাল (Adelaide Oval) বরাবরই পয়মন্ত মাঠ ক্যারিবিয়ান কিংবদন্তি ব্রায়ান লারার (Brian Lara)। অস্ট্রেলিয়ার মাটিতে অ্যাডিলেডে চারটি টেস্ট খেলে লারা করেছিলেন ৬১০ রান। অ্যাডিলেডে টেস্টে অস্ট্রেলিয়ার বাইরের কোন দেশের ক্রিকেটারের এটাই সর্বাধিক রান।

আরও পড়ুন- Australia vs India, 1st Test: পিঙ্ক টেস্টের প্রথম একাদশ ঘোষণা Team India-র, দলে Wriddhiman Saha না Rishabh Pant?

বিরাট কোহলি (Virat Kohli) অ্যাডিলেড ওভালে এখন পর্যন্ত তিনটি টেস্ট খেলে ৪৩১ রান করেছেন। অ্যাডিলেডে ১৮০ রান করতে পারলেই লারাকে (Brian Lara)ছাপিয়ে যাবেন বিরাট কোহলি (Virat Kohli)। এই অ্যাডিলেডে (Adelaide Oval) বিরাটের তিনটি টেস্ট সেঞ্চুরি রয়েছে।

অন্যদিকে ডনের দেশে ২০টি টেস্ট ম্যাচে সচিন তেন্ডুলকর (Sachin Tendulkar) ৬টি সেঞ্চুরি করেছেন। ক্যাঙ্গারুর দেশে টেস্টে মাস্টার ব্লাস্টারের রান ১৮০৯, ব্যাটিং গড় ৫৩.২। বিরাট কোহলি (Virat Kohli) অস্ট্রেলিয়ায় ১২টা টেস্ট খেলেছেন। তাঁর সংগ্রহ ১২৭৪ রান। ব্যাটিং গড় ৫৫.৩৯। আর এই ১২টা টেস্টে খেলে ছটা সেঞ্চুরি করেছেন কোহলি।

ডনের দেশে টেস্টে সেঞ্চুরির সংখ্যায় এখন একই বিন্দুতে অবস্থান করছেন বিরাট কোহলি (Virat Kohli) এবং সচিন তেন্ডুলকার (Sachin Tendulkar)। অ্যাডিলেড ওভালে (Adelaide Oval) পিঙ্ক টেস্টে আর একটা সেঞ্চুরি করতে পারলেই সচিনকে ছাপিয়ে যাবেন কোহলি।

 

আরও পড়ুন - Australia vs India, 1st Test: Ajinkya Rahane-র নেতৃত্ব নিয়ে বড় কথা বললেন Virat Kohli, তাঁর অনুপস্থিতিতে দারুণ কাজ করবে

 

.