Sachin Tendulkar at 49: 'ক্রিকেট দেবতা'র জন্মদিনে Kohli, ICC, BCCI-এর 'বিরাট' শুভেচ্ছা
আইসিসি ও বিসিসিআই-এর তরফ থেকেও মাস্টার ব্লাস্টারকে জন্মদিনের শুভেচ্ছা জানানো হয়েছে।
নিজস্ব প্রতিবেদন: সচিন তেন্ডুলকরের ৪৯তম (Sachin Tendulkar at 49) জন্মদিনে তাঁকে শুভেচ্ছা জানালেন বিরাট কোহলি (Virat Kohli)। ইনস্টাগ্রাম স্টোরিতে সচিনের সঙ্গে তাঁর একটি ছবি পোস্ট করেছেন, সঙ্গে লিখেছেন, 'তাঁকে জন্মদিনের শুভেচ্ছা, যাঁর ক্রিকেট নামক খেলাটির প্রতি প্যাশন অসংখ্য মানুষকে প্রেরণা দিয়েছে। বছরটা আপনার দুর্দান্ত কাটুক পাজি।'
বিরাটের মতই সচিনকে জানিয়েছেন আর হরভজন সিং (Harbhajan Singh)। ভাজ্জি টুইটারে লিখেছেন, 'পাজি তোমাকে জন্মদিনের অনেক শুভেচ্ছা ও অভিনন্দন। পৃথিবীর সব খুশি যেন তুমি পাও, এই কামনা করি। বিশেষ দিনটা খুব ভালভাবে কাটিও। জৈব বলয় থেকে বেরিয়ে যাওয়ার পর আমরা সেলিব্রেট করব।'
Harbhajan Turbanator (@harbhajan_singh) April 24, 2022
বরাবরই সচিনের খুব কাছের মানুষ হলেন রবি শাস্ত্রী (Ravi Shastri)। টিম ইন্ডিয়ার (Team India) প্রাক্তন হেড কোচও 'গড অফ ক্রিকেট'কে শুভেচ্ছা জানিয়েছেন।
Many happy returns of the day champ. The legacy you have left behind is getting bigger and intimidating to say the least. Have an absolute blast and make sure the next single is not a cheeky one. God bless. @sachin_rt pic.twitter.com/uBssnsbmfK
— Ravi Shastri (@RaviShastriOfc) April 24, 2022
আইসিসি (ICC) ও বিসিসিআই-এর (BCCI) তরফ থেকেও মাস্টার ব্লাস্টারকে জন্মদিনের শুভেচ্ছা জানানো হয়েছে।
— ICC (@ICC) April 24, 2022
— BCCI (@BCCI) April 24, 2022
২০১৩ সালে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেন সচিন। ব্যাটিংয়ের সমস্ত শ্রেষ্ঠ রেকর্ড তাঁর দখলে ছিল। তিনিই ক্রিকেট ইতিহাসের একমাত্র নায়ক যিনি ১০০টি আন্তর্জাতিক শতরান করেছেন। ৫১টি টেস্ট শতরান রয়েছে তাঁর। একদিনের আন্তর্জাতিকে শতরান ৪৯টি। একদিনের ম্যাচে তিনিই প্রথম পুরুষ ক্রিকেটার যিনি দ্বিশতরান করেছিলেন।