Sachin Tendulkar at 49: 'ক্রিকেট দেবতা'র জন্মদিনে Kohli, ICC, BCCI-এর 'বিরাট' শুভেচ্ছা

আইসিসি ও বিসিসিআই-এর তরফ থেকেও মাস্টার ব্লাস্টারকে জন্মদিনের শুভেচ্ছা জানানো হয়েছে। 

Updated By: Apr 24, 2022, 03:05 PM IST
Sachin Tendulkar at 49: 'ক্রিকেট দেবতা'র জন্মদিনে Kohli, ICC, BCCI-এর 'বিরাট' শুভেচ্ছা
প্রিয় নায়ককে জন্মদিনের শুভেচ্ছা জানালেন বিরাট কোহলি। ফাইল চিত্র

নিজস্ব প্রতিবেদন: সচিন তেন্ডুলকরের ৪৯তম (Sachin Tendulkar at 49) জন্মদিনে তাঁকে শুভেচ্ছা জানালেন বিরাট কোহলি (Virat Kohli)। ইনস্টাগ্রাম স্টোরিতে সচিনের সঙ্গে তাঁর একটি ছবি পোস্ট করেছেন, সঙ্গে লিখেছেন, 'তাঁকে জন্মদিনের শুভেচ্ছা, যাঁর ক্রিকেট নামক খেলাটির প্রতি প্যাশন অসংখ্য মানুষকে প্রেরণা দিয়েছে। বছরটা আপনার দুর্দান্ত কাটুক পাজি।'   

Virat and Sachin

বিরাটের মতই সচিনকে জানিয়েছেন আর হরভজন সিং (Harbhajan Singh)। ভাজ্জি টুইটারে লিখেছেন, 'পাজি তোমাকে জন্মদিনের অনেক শুভেচ্ছা ও অভিনন্দন। পৃথিবীর সব খুশি যেন তুমি পাও, এই কামনা করি। বিশেষ দিনটা খুব ভালভাবে কাটিও। জৈব বলয় থেকে বেরিয়ে যাওয়ার পর আমরা সেলিব্রেট করব।'  

বরাবরই সচিনের খুব কাছের মানুষ হলেন রবি শাস্ত্রী (Ravi Shastri)। টিম ইন্ডিয়ার (Team India) প্রাক্তন হেড কোচও 'গড অফ ক্রিকেট'কে শুভেচ্ছা জানিয়েছেন। 

আইসিসি (ICC) ও বিসিসিআই-এর (BCCI) তরফ থেকেও মাস্টার ব্লাস্টারকে জন্মদিনের শুভেচ্ছা জানানো হয়েছে। 

২০১৩ সালে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেন সচিন। ব্যাটিংয়ের সমস্ত শ্রেষ্ঠ রেকর্ড তাঁর দখলে ছিল। তিনিই ক্রিকেট ইতিহাসের একমাত্র নায়ক যিনি ১০০টি আন্তর্জাতিক শতরান করেছেন। ৫১টি টেস্ট শতরান রয়েছে তাঁর। একদিনের আন্তর্জাতিকে শতরান ৪৯টি। একদিনের ম্যাচে তিনিই প্রথম পুরুষ ক্রিকেটার যিনি দ্বিশতরান করেছিলেন। 

আরও পড়ুন: Sachin Tendulkar at 49: 2011 World Cup জয়ের পর Master Blaster-এর প্রিয় গাড়ির অবস্থা কেমন হয়েছিল? জেনে নিন

আরও পড়ুন: Sachin Tendulkar at 49: 'ম্যান অফ দ্য সিরিজ' হিসেবে পাওয়া সোনার ব্যাট দিয়ে কী করেছিলেন 'ক্রিকেট দেবতা'?

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)

.