ভলিবলের প্রতিভা সিরিশাকে সম্মান সচিনের
Updated By: Oct 10, 2017, 11:04 PM IST
ব্যুরো: স্কুলের এক সামান্য রাঁধুনির মেয়ের লড়াইকে টুইট করে স্যালুট জানালেন সচিন তেন্ডুলকর। আর শিশুকন্যা দিবসের আগে সচিনের সেই টুইট রীতিমত ঝড় তুলল সোশ্যাল সাইটে। ওড়িশার প্রত্যন্ত গ্রামের মেয়ে সিরিশা কারামি আজ ভলিবলের এক স্বীকৃত প্রতিভা। বাবা হারা মেয়ে ও তার মায়ের কঠিন লড়াইয়ের ফলেই এই স্বপ্নপূরণ হয়েছে সিরিশার। রাজ্যের হয়ে সাফল্যের পর সিরিশার এখন লক্ষ্য দেশের হয়ে খেলা। সিরিশা যাতে এই স্বপ্ন পূরণে সফল হন তার জন্য অনুপ্রাণিত করতে সচিন টুইট করেন শিশুকণ্যা দিবসকে সামনে রেখে।
Sirisha's dream to help her mother, village, state & the nation through sport is inspiring. We're proud of you! #playitHERway #DayoftheGirl pic.twitter.com/wzC7weOHwW
— sachin tendulkar (@sachin_rt) October 10, 2017