ISL 2020-21: কৃষ্ণার কোভিড ড্রিবল! তিন দেশে কোয়ারেন্টিন, ফিজি টু গোয়া-রয়ের রোমাঞ্চকর গল্প
করোনার মাঝে কীভাবে ফিজি থেকে গোয়াতে এলেন? সে এক রোমাঞ্চকর গল্প।
নিজস্ব প্রতিবেদন: গত মরসুমে আইএসএলে এটিকে-কে চ্যাম্পিয়ন করানোর পিছনে বড় ভূমিকা ছিল রয় কৃষ্ণার। সপ্তম আইএসএলে এটিকে মোহনবাগানের জয়রথ এগিয়ে নিয়ে যাওয়ার বড় দায়িত্ব যার কাঁধে সেই রয় কৃষ্ণা করোনার মাঝে কীভাবে ফিজি থেকে গোয়াতে এলেন? সে এক রোমাঞ্চকর গল্প।
করোনার মহামারীর মাঝে তিন তিনটে দেশে কোয়ারেন্টিনে থেকেছেন কৃষ্ণা। দশবার করোনা পরীক্ষা দিয়ে ফিজি থেকে গোয়ায় এসে পৌঁছেছেন তিনি। সবমিলিয়ে মোট ৪০ দিনের গল্প। ২৪ সেপ্টেম্বর দেশ ছেড়েছিলেন রয় কৃষ্ণা। লাবাসা থেকে বিমান ধরে ফিজির আর এক শহর নাডিতে যান তিনি। সেখানে থাকতে হয় কোয়ারেন্টিনে। তারপর উড়ে যান নিউ জিল্যান্ডের অকল্যান্ডে। সেখানে আটকে পড়েন কোয়ারেন্টিনে।
Travel during covid times. My long journey back to India begins almost a month before preseason with the team. First stop NZ & two weeks of quarantine before another long journey to Goa. pic.twitter.com/dcYhPSyomp
— Roy Krishna (@RoyKrishna21) September 24, 2020
After 3 weeks on the road, numerous covid tests, quarantine, flight changes. I’m now finally on my way to India. Thankful for the journey so far and excited about what’s ahead. pic.twitter.com/wEwNZxFXB7
— Roy Krishna (@RoyKrishna21) October 15, 2020
Namaste India it’s been so long.
Can’t officially start training yet but I’m happy to finally arrive in Goa. Two weeks of mandatory quarantine to go before I can get back to business. #atkmbfamily #Eksathe pic.twitter.com/8EMf32A350— Roy Krishna @RoyKrishna21) October 17, 2020
রয় কৃষ্ণা নিউ জিল্যান্ডের নাগরিক। তাই সেখানে যখন ছিলাম তখন আত্মীয় পরিজনদের সঙ্গে দেখা করেন, গল্প করেন। এরপর যখন সিডনির বিমান ধরার দিন এগিয়ে আসে তখন কৃষ্ণাকে বলা হয় তিনি সব নিয়ম মানেননি! তাই বিমানে উঠতে দেওয়া হবেনা। আরও কিছুদিন অপেক্ষা করতে হবে। এই সময়ে বেশ খানিকটা ভয় পেয়ে গিয়েছিলেন রয় কৃষ্ণা। অবশেষে ১৪ অক্টোবর তিন ঘন্টার বিমানযাত্রার পর অকল্যান্ড থেকে সিডনিতে পৌঁছন কৃষ্ণা। সিডনিতে কোয়ারেন্টিনে থাকার পর অবশেষে দিল্লির বিমান ধরেন তিনি।
It took 40 long days to get here. Four flight connections, 10 covid tests and 30 days in quarantine in 3 different countries. Yesterday was my first day back at training. So excited to be with the boys again as we prepare for another exciting season. #Eksathe #JoyMohunBagan pic.twitter.com/4GVR2ZAP8d
— Roy Krishna (@RoyKrishna21) November 3, 2020
সিডনি থেকে ১৭ অক্টোবর ১৩ ঘণ্টার বিমানযাত্রার পর দিল্লিতে পৌঁছন কৃষ্ণা। দিল্লিতে একদিন কোয়ারেন্টিনে থেকে অবশেষে গোয়াতে পা রাখেন রয় কৃষ্ণা। সেখানে ১৪ দিনের কোয়ারেন্টিনে থাকার পর মাঠে নামার অনুমতি পান।
Our Talismanic striker @RoyKrishna21 is on the training ground and is wasting absolutely no time! #ATKMohunBagan #JoyMohunBagan#Mariners #IndianFootball pic.twitter.com/gjLzHLcx5A
— ATK Mohun Bagan FC (@atkmohunbaganfc) November 2, 2020
গোয়ায় এসে যেন বাড়ির অনুভূতি খুঁজে পান এটিকে মোহনবাগানের তারকা স্ট্রাইকার।
আরও পড়ুন - ধারাভাষ্যকার গিবস হয়ে গেলেন হেড কোচ!