বিশ্বকাপের এক ডজন 'কুরুক্ষেত্র' : রোস্তভ অ্যারেনা

রোস্তভ অ্যারেনা, রোস্তভ

Updated By: Jun 11, 2018, 12:12 PM IST
বিশ্বকাপের এক ডজন 'কুরুক্ষেত্র' : রোস্তভ অ্যারেনা

নিজস্ব প্রতিবেদন :  ডন নদীর তীরে রোস্তভ শহরের উন্নয়নের অন্যতম গুরুত্বপূর্ণ অংশ হিসেবে রোস্তভ অ্যারেনা স্টেডিয়ামটি তৈরি করা হয়েছে। স্টেডিয়ামের আসন সংখ্যা ৪৫ হাজার।  বিশ্বকাপের পরেই এটি এফসি রোস্তভের হোম ভেন্যু হিসেবে ব্যবহৃত হবে।

স্টেডিয়ামের চারপাশ জুড়ে রয়েছে একটি পার্ক। যেখানে সাত কিলোমিটার সাইক্লিংয়ের রাস্তা রয়েছে। ওয়াকওয়ে ও সবুজ ঘাসের সমারোহ স্টেডিয়ামের সৌন্দর্য অনেকটাই বাড়িয়ে দিয়েছে।

# রোস্তভ অ্যারেনা , রোস্তভ

* আসন সংখ্যা : ৪৫,০০০

 কোন কোন ম্যাচ রয়েছে রোস্তভ অ্যারেনা স্টেডিয়ামে

 

@ গ্রুপ পর্ব :

►ব্রাজিল বনাম সুইজারল্যান্ড (গ্রুপ-ই)
উরুগুয়ে বনাম সৌদি আরব (গ্রুপ-এ)
দক্ষিণ কোরিয়া বনাম মেক্সিকো (গ্রুপ-এফ)
আইসল্যান্ড বনাম ক্রোয়েশিয়া (গ্রুপ-ডি)

@ নক আউট পর্ব :

►রাউন্ড অব সিক্টটিন

 

আরও পড়ুন- বিশ্বকাপের এক ডজন 'কুরুক্ষেত্র' : ভলগোগ্রাদ অ্যারেনা

.