বিশ্বকাপের কড়চা
বিশ্বকাপকে ঘিরে থাকা হাজারো জানা-অজানা তথ্য। রাশিয়ায় বল গড়ানোর আগে কোনটা জানেন আর কোনটা জানেন না, একবার মিলিয়ে নিন তো ...
দোরগোড়ায় ফুটবল বিশ্বকাপ। আগামী সপ্তাহ থেকেই রাশিয়ায় শুরু হবে কাপ-যুদ্ধ। মাঠের লড়াইয়ের মাঝে ছড়িয়ে ছিটিয়ে থাকবে জানা-অজানা নানা তথ্য। বিশ্বকাপকে ঘিরে থাকা সেসব তথ্য এক জায়গায় তুলে আনার চেষ্টা করল জি ২৪ঘন্টা ডট কম। রাশিয়ায় বল গড়ানোর আগেই বিশ্বকাপের সব তথ্য আপনি পাবেন জি ২৪ ঘন্টা ডট কমে। আজ তৃতীয় কিস্তি-
# গত বছর ১১ অক্টোবর গোটা দেশে জাতীয় ছুটি ঘোষণা করেছিলেন পানামার রাষ্ট্রপতি। ওই দিন পানামা বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করেছিল।
# সোচির ফিস্ত স্টেডিয়ামে চার বছর আগে শীতকালীন অলিম্পিক্সের উদ্বোধন হয়েছিল। এবার সেই স্টেডিয়ামে ফুটবল বিশ্বকাপের ম্যাচ হবে। বিশ্বের দ্বিতীয় স্টেডিয়াম হিসাবে ফিস্ত এই রেকর্ড করবে। এর আগে তুরিনের স্তাদিও অলিম্পিকো স্টেডিয়ামে দুটো ভিন্ন খেলার ম্যাচ হয়েছে।
# বর্ণবৈষম্য বা হিংসামূলক কোনও ঘটনা ঘটলে সঙ্গে সঙ্গে ম্যাচ বন্ধ বা পরিত্যক্ত ঘোষণা করার অধিকার পাবেন রেফারিরা।
# বিশ্বকাপ সুষ্ঠুভাবে আয়োজনের জন্য ১৭ হাজার স্বেচ্ছাসেবক থাকবে রাশিয়ায়। যার মধ্যে ৬৪ শতাংশ স্বেচ্ছাসেবক মহিলা। ব্রাজিল বিশ্বকাপে স্বেচ্ছাসেবকদের সংখ্যা ছিল ১৫ হাজার। বিশ্বকাপের স্বেচ্ছাসেবক হওয়ার জন্য এবার এক লক্ষ ৭৬ হাজার আবেদন জমা পড়েছিল।
# রাশিয়া বিশ্বকাপ ফাইনালের টিকিটের দাম ৮৫-৮৯২ ইউরোর মধ্যে। তবে রাশিয়ার অধিবাসী হলে টিকিটের জন্য দিতে হবে মাত্র ১৯ ইউরো। ব্রাজিল বিশ্বকাপে ফাইনালের টিকিটের দাম উঠেছিল সর্বোচ্চ ৭৩০ ইউরো।
# রাশিয়ার পর সব থেকে বেশি টিকিটের আবেদন জমা পড়েছে জার্মানি থেকে। ৩৩৮, ৪১৪ জন জার্মান দেশের খেলা দেখার জন্য টিকিটের আবেদন করেছেন।
# বিশ্বকাপ আয়োজন করতে রাশিয়ার খরচ হবে ১২ বিলিয়ন মার্কিন ডলার। তবে চার বছর আগে বিশ্বকাপ আয়োজনে এর থেকে বেশি খরচ হয়েছিল ব্রাজিলের।
# ১১টা শহরের ১২টা স্টেডিয়ামে বিশ্বকাপের ম্যাচ আয়োজিত হবে। মস্কোয় রয়েছে দুটো স্টেডিয়াম। ১১টার মধ্যে নটা স্টেডিয়াম বিশ্বকাপ আয়োজনের জন্যই তৈরি হয়েছে।
# ইজিপ্টের গোলকিপার এসাল এল হাদারি সবচেয়ে বেশি বয়সী ফুটবলার হিসাবে এবারের বিশ্বকাপে খেলবেন। তাঁর বয়স ৪৫ বছর। দেশের হয়ে ১৫৬টা ম্যাচ খেলেছেন তিনি।
# বিশ্বকাপ কোয়ালিফায়ারের সব ম্যাচ জেতার রেকর্ড রয়েছে জার্মানি ও স্পেনের। ২০১০ বিশ্বকাপ কোয়ালিফায়ারের ১০টা ম্যাচ জিতেছিল স্পেন। এবার কোয়ালিফায়ারের সব ম্যাচে জিতেছে জার্মানি।