সমালোচকদের একহাত নিলেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো

সমালোচকদের একহাত নিলেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। নীরবতা ভেঙে দীর্ঘ সময়ের পর মুখ খুললেন সিআর সেভেন। আর মুখ খুলতেই পর্তুগিজ তারকা যেন অ্যাংরি ইয়াং ম্যান। ফুটবল কেরিয়ারে তার সাফল্যকে ঈর্ষা করেন অনেকেই। তাই তাকে নিয়ে বারবার কথা হয়।সমালোচকদের এভাবেই তোপ দাগলেন রোনাল্ডো। তিনি জন্মেছেন সেরা হওয়ার জন্য। কয়েকজনের মন্তব্য তার খেলার ওপর প্রভাব ফেলতে পারবে না। একই সঙ্গে একজন ফুটবলারের পক্ষে সবাইকে খুশি করা সম্ভব নয়, সাফ কথা রিয়াল মাদ্রিদের এক নম্বর তারকার। শেষ বছরে ইউরোপে সবচেয়ে বেশি গোল করে মেসিকে পিছয়ে ফেলে দিয়েছেন রোনাল্ডো। ফিফার বর্ষসেরা ফুটবলারের মুকুটও পর্তুগিজ তারকার মাথায়। এরপরও রিয়াল মাদ্রিদে সিআর সেফেনকে নিয়ে জল্পনা দীর্ঘ সময় ধরেই। তার জেরেই হয়তো রোনাল্ডোর এই ধরণের মন্তব্য। একই সঙ্গে অবসর নেওয়ার পর রাজার মতো তিনি থাকতে চান বলে জানিয়েছেন সিআর সেভেন। 

Updated By: Jan 1, 2016, 09:04 PM IST
সমালোচকদের একহাত নিলেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো

ওয়েব ডেস্ক: সমালোচকদের একহাত নিলেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। নীরবতা ভেঙে দীর্ঘ সময়ের পর মুখ খুললেন সিআর সেভেন। আর মুখ খুলতেই পর্তুগিজ তারকা যেন অ্যাংরি ইয়াং ম্যান। ফুটবল কেরিয়ারে তার সাফল্যকে ঈর্ষা করেন অনেকেই। তাই তাকে নিয়ে বারবার কথা হয়।সমালোচকদের এভাবেই তোপ দাগলেন রোনাল্ডো। তিনি জন্মেছেন সেরা হওয়ার জন্য। কয়েকজনের মন্তব্য তার খেলার ওপর প্রভাব ফেলতে পারবে না। একই সঙ্গে একজন ফুটবলারের পক্ষে সবাইকে খুশি করা সম্ভব নয়, সাফ কথা রিয়াল মাদ্রিদের এক নম্বর তারকার। শেষ বছরে ইউরোপে সবচেয়ে বেশি গোল করে মেসিকে পিছয়ে ফেলে দিয়েছেন রোনাল্ডো। ফিফার বর্ষসেরা ফুটবলারের মুকুটও পর্তুগিজ তারকার মাথায়। এরপরও রিয়াল মাদ্রিদে সিআর সেফেনকে নিয়ে জল্পনা দীর্ঘ সময় ধরেই। তার জেরেই হয়তো রোনাল্ডোর এই ধরণের মন্তব্য। একই সঙ্গে অবসর নেওয়ার পর রাজার মতো তিনি থাকতে চান বলে জানিয়েছেন সিআর সেভেন। 

.