রিয়াল মাদ্রিদকে টেক্কা দিল বার্সেলোনা

দুহাজার পনেরোর শেষ দিনেও রিয়াল মাদ্রিদকে টেক্কা দিল বার্সেলোনা। এক বছরে সবচেয়ে বেশি গোল করার বিচারে চিরপ্রতিদ্বন্দ্বিকে ছাপিয়ে গেল ক্যাটালিয়ান্সরা। দুহাজার চোদ্দ সালে একশো আটাত্তরটি গোল করে নজির গড়েছিল রিয়াল। সেটা ভাঙতে বার্সা নিল মাত্র তিনশো পয়ষট্টি দিন। রিয়াল বেতিসকে চার-শূন্য গোলে হারানোর পথে রিয়ালের রেকর্ড ভাঙল এনরিকে ব্রিগেড। একশো আশিটি গোল করে দুহাজার পনেরো সালটা শেষ করল বার্সা। পনেরো সাল জুড়ে দাপিয়ে খেলেছেন বার্সেলোনার ত্রিফলা মেসি,নেইমার ও সুয়ারেজ। বার্সার  একশো আশিটি গোলের মধ্যে একশো সাইত্রিশটি করেছেন এমএসএন।

Updated By: Jan 1, 2016, 08:08 PM IST
 রিয়াল মাদ্রিদকে টেক্কা দিল বার্সেলোনা

ওয়েব ডেস্ক: দুহাজার পনেরোর শেষ দিনেও রিয়াল মাদ্রিদকে টেক্কা দিল বার্সেলোনা। এক বছরে সবচেয়ে বেশি গোল করার বিচারে চিরপ্রতিদ্বন্দ্বিকে ছাপিয়ে গেল ক্যাটালিয়ান্সরা। দুহাজার চোদ্দ সালে একশো আটাত্তরটি গোল করে নজির গড়েছিল রিয়াল। সেটা ভাঙতে বার্সা নিল মাত্র তিনশো পয়ষট্টি দিন। রিয়াল বেতিসকে চার-শূন্য গোলে হারানোর পথে রিয়ালের রেকর্ড ভাঙল এনরিকে ব্রিগেড। একশো আশিটি গোল করে দুহাজার পনেরো সালটা শেষ করল বার্সা। পনেরো সাল জুড়ে দাপিয়ে খেলেছেন বার্সেলোনার ত্রিফলা মেসি,নেইমার ও সুয়ারেজ। বার্সার  একশো আশিটি গোলের মধ্যে একশো সাইত্রিশটি করেছেন এমএসএন।

.