সোচিতে স্পেন-পর্তুগাল মহাকাব্যিক লড়াই ৩-৩ গোলে অমীমাংসিত
শেষ লগ্নে আবার রোনাল্ডো জাদু
নিজস্ব প্রতিবেদন : শুক্রবারের সোচিতে জন্ম নিল দুই আইবেরিয়ান প্রতিবেশীর মহাকাব্যিক লড়াই। রাশিয়া বিশ্বকাপের প্রথম উত্তেজনাপূর্ণ ম্যাচে ইউরো চ্যাম্পিয়ন পর্তুগালের মুখোমুখি হয়েছিল ২০১০ সালের বিশ্ব চ্যাম্পিয়ন স্পেন। নিজের দিনে জ্বলে উঠলেন রোনাল্ডো। স্পেনও দেখাল নতুন কোচ ফের্নান্দো হিয়েরোর অধীনে নিজেদের সেরাটা দিতে প্রস্তুত পিকে, রামোস, ইনিয়েস্তারা।
আরও পড়ুন- বিশ্বকাপে বোল্টের বাজি মেসির আর্জেন্টিনা
ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর ২ গোলের জবাবে ২ গোল করলেন দিয়েগো কোস্তাও। স্পেনকে প্রথমবারের এগিয়ে নিলেন নাচো ফের্নান্দেস। কিন্তু শেষলগ্নে আবার রোনাল্ডো জাদু। দুরন্ত ফ্রি কিকে সমতা ফেরালেন সিআর সেভেন।
That was ridiculous.
Take a bow @selecaoportugal and @SeFutbol, what a game! #PORESP pic.twitter.com/G3HdXdlK93
— FIFA World Cup (@FIFAWorldCup) June 15, 2018
ম্যাচের শুরুতেই বক্সের মধ্যে রোনাল্ডোকে ফাউল করলেন নাচো। বক্সের মধ্যে রোনাল্ডো পড়ে গেলে পেনাল্টি দিতে কোনও ভুল করেননি রেফারি। ৪ মিনিটে স্পটকিক থেকে পর্তুগালকে এগিয়ে দিলেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। বিশ্বকাপের ইতিহাসে চতুর্থ ফুটবলার হিসেবে ৪টি বিশ্বকাপেই গোল করে ফেললেন রোনাল্ডো পাশাপাশি প্রথম ফুটবলার হিসেবে টানা আটটি বড় প্রতিযোগিতায় পর্তুগালের জার্সি গায়ে গোল করার নজির গড়লেন সিআর সেভেন।
2006:
2010:
2014:
2018: @Cristiano has now scored at four different FIFA #WorldCup editions. pic.twitter.com/hrsoYkBhtB— FIFA World Cup (@FIFAWorldCup) June 15, 2018
২৪ মিনিটে স্পেনকে সমতায় ফেরান দিয়েগো কোস্তা। ২ মিনিট পরেই আবারও এগিয়ে যেতে পারতো স্পেন। কিন্তু ডি বক্সের বাইরে থেকে ইস্কোর নেওয়া আচমকা শট পোস্টে লেগে গোললাইন থেকেই ফিরে আসে। প্রথমার্ধ শেষ হওয়ার মাত্র এক মিনিট আগে রোনাল্ডোর শট দি গিয়ার হাত ফসকে জালে গিয়ে জড়ায়। বিরতির আগে এগিয়ে যায় পর্তুগাল।
আরও পড়ুন- শেষ মুহূর্তের গোলে সালহাহীন মিশরকে হারাল সুয়ারেজরা
বিরতির পর ৫৪ মিনিটে ফের স্পেনকে সমতায় ফেরালেন সেই দিয়েগো কোস্তা। ৪ মিনিট পরেই দূরপাল্লার দুরন্ত শটে এবার স্পেনকে এগিয়ে দিলেন নাচো। রোনাল্ডোর নেতৃত্বে গোল শোধের মরিয়া চেষ্টা চালায় পর্তুগাল। ৮৮ মিনিটে ফ্রি কিক পায় পর্তুগাল। সেখানেও সেই রোনাল্ডো জাদু। দি গিয়া দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলেন বলে জালে গিয়ে জড়াচ্ছে। হ্যাটট্রিক রোনাল্ডোর। বিশ্বকাপে সবচেয়ে বেশি বয়সে হ্যাটট্রিকের নজির গড়লেন পর্তুগিজ সুপারস্টার । স্পেন-পর্তুগাল ম্যাচের স্কোরলাইন ৩-৩।