শেষ মুহূর্তের গোলে সালহাহীন মিশরকে হারাল সুয়ারেজরা
তবু মাঠে নব্বই মিনিটের লড়াইয়ে কিন্তু কাভানি-সুয়ারেজদের সঙ্গে সেয়ানে সেয়ানে লড়াই চালাল মিশরীয়রা।
নিজস্ব প্রতিবেদন : শুক্রবারের ইয়েকাতেরিনবার্গ অ্যারেনায় সালহা-সুয়ারেজ দ্বৈরথের দেখা মিলল না। রিজার্ভ বেঞ্চে রাখলেও মোহামেদ সালহাকে মাঠে নামালেন না কোচ হেক্টর কুপার। শেষ মুহূর্তে হোসে গিমেনেজের গোলে মিশরকে হারাল উরুগুয়ে।
আরও পড়ুন- বিশ্বকাপে বোল্টের বাজি মেসির আর্জেন্টিনা
জয় দিয়েই রাশিয়ায় বিশ্বকাপ অভিযান শুরু করল উরুগুয়ে। কাভানি-সুয়ারেজ-গোদিন সমন্বিত উরুগুয়ের ধারে ভারে মিশরের থেকে অনেকটাই এগিয়ে ছিল লাতিন আমেরিকার দেশটি। তবু মাঠে নব্বই মিনিটের লড়াইয়ে কিন্তু কাভানি-সুয়ারেজদের সঙ্গে সেয়ানে সেয়ানে লড়াই চালাল মিশরীয়রা। কিন্তু শেষরক্ষা হল না। সবাই যখন ধরে নিয়েছে ম্যাচ ড্র ঠিক তখনই ৯০ মিনিটে হোসে গিমিনিজের হেডে গোল মিশরীয়দের যাবতীয় লড়াইয়ে জল ঢেলে দিল। জন্মদিনে বিশ্বকাপ অভিষেক হল না মিশরীয় তারকা মোহামেদ সালহার।
#EGYURU | @JoseMaGimenez13 marcó su primer gol en Copas Mundiales de Fútbol y su sexta anotación en la selección mayor de @Uruguay.#ElEquipoQueNosUne pic.twitter.com/fb1y8gDoeh
— Selección Uruguaya (@Uruguay) June 15, 2018
বৃহস্পতিবার এ গ্রুপের প্রথম ম্যাচে সৌদি আরবকে ৫-০ গোলে হারিয়েছে আয়োজক রাশিয়া। শুক্রবার গ্রুপের দ্বিতীয় ম্যাচে মিশরকে ১-০ গোলে হারাল উরুগুয়ে। জয় দিয়েই বিশ্বকাপে অভিযান শুরু করল অস্কার তাবারেজের দল।