লঘু শাস্তিতে রক্ষা পেলেন রোনাল্ডো
চ্যাম্পিয়ন্স লিগে মাত্র এক ম্যাচে তাঁকে নির্বাসনের শাস্তি দিল উয়েফা।
নিজস্ব প্রতিনিধি : বৃহস্পতিবার বিশ্বজুড়ে ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর সমস্ত ফ্যানদের নজর ছিল উয়েফা-র উপর। শেষমেশ সিআরসেভেন ফ্যানদের মুখে হাসি ফুটেছে। লঘু শাস্তিতে রক্ষা পেয়ে গেলেন রোনাল্ডো। ভ্যালেন্সিয়ার বিরুদ্ধে জেসন মুরিলোর সঙ্গে বচসায় জড়িয়েছিলেন জুভেন্তাসের তারকা। প্রথমার্ধেই লাল কার্ড দেখে মাঠ ছাড়তে হয়েছিল তাঁকে। তার পর উয়েফা-র শাস্তির মুখে পড়ার আশঙ্কা ছিল। পড়লেন। তবে লঘু শাস্তি।
আরও পড়ুন- সরফরাজদের প্রতি ক্ষোভ টিভির উপর মিটিয়ে নিলেন পাকিস্তান সমর্থকরা
চ্যাম্পিয়ন্স লিগে মাত্র এক ম্যাচে তাঁকে নির্বাসনের শাস্তি দিল উয়েফা। অর্থাত্ সামনের মাসে চ্যাম্পিয়ন্স লিগে পুরনো ক্লাব ম্যান ইউয়ের বিরুদ্ধে খেলতে পারবেন রোনাল্ডো। অনেকেই মনে করেছিলেন, ভ্যালেন্সিয়ার বিরুদ্ধে ওরকম একটা কাণ্ডের পর বড়সড় শাস্তির মুখে পড়তে পারেন রোনাল্ডো। কিন্তু সামনের সপ্তাহে সুইশ লিগ চ্যাম্পিয়ন ইয়ং বয়েজ-এর বিরুদ্দে ম্যাচে শুধুমাত্র খেলতে পারবেন না সিআর।
আরও পড়ুন- ২০১৫ সালের পর আবার একই দিনে লা লিগায় হারল রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনা
২৩ অক্টোবর ম্যান ইউয়ের বিরুদ্ধে খেলবে জুভেন্তাস। এর পর তুরিনে ফিরতি লেগে মোরিনহোর দলের বিরুদ্ধে হোম ম্যাচ খেলবে জুভেন্তাস। প্রসঙ্গত, ২০০৮-এ ম্যান ইউয়ের হয়ে চ্যাম্পিয়ন্স লিগ জিতেছিলেন রোনাল্ডো।