ফাইনালে যাওয়ার ব্যাপারে আত্মবিশ্বাসী রিয়াল মাদ্রিদের মেগা তারকা
ইউরোর মেগা সেমিফাইনালের আগে একেবারে ফুরফুরে মেজাজে রোনাল্ডো। জাতীয় দলের জার্সি গায়ে ভাল খেলার প্রত্যাশার চাপ উপভোগ করছেন তিনি। রোনাল্ডোর মতে, স্পেনের বিরুদ্ধে তাদের সেরা অস্ত্র টিম স্পিরিট।
ইউরোর মেগা সেমিফাইনালের আগে একেবারে ফুরফুরে মেজাজে রোনাল্ডো। জাতীয় দলের জার্সি গায়ে ভাল খেলার প্রত্যাশার চাপ উপভোগ করছেন তিনি। রোনাল্ডোর মতে, স্পেনের বিরুদ্ধে তাদের সেরা অস্ত্র টিম স্পিরিট।
ইউরোর শুরু থেকেই রিয়াল তারকাকে ঘিরে পর্তুগাল সমর্থকদের উন্মাদনা তুঙ্গে। যদিও প্রথম দু ম্যাচে একেবারেই ছন্দে পাওয়া যায়নি রোনাল্ডোকে। ফ্যান আর মিডিয়ার সমালোচনার মুখে পড়তে হয়েছিল তাঁকে। পরের দু ম্যাচেই ৩ গোল করে সব সমালোচনার জবাব দিয়েছেন তিনি। রোনাল্ডো বলেছেন, সমালোচনায় তিনি বিন্দুমাত্র বিচলিত হন না। এমনকি হতাশও নন না। মেসির মত ফুটবলারকেও সমালোচনা শুনতে হয়। পেশাদার ফুটবলারকে এসব শুনতেই হবে। তুমি যত বড় তারকা হবে, তোমাকে ঘিরে সমর্থকদের ততই প্রত্যাশা বাড়বে।
সেমিফাইনালে পর্তুগালের সামনে বিশ্বচ্যাম্পিয়ন স্পেন। মেগা ম্যাচের আগে রোনাল্ডো বলেছেন, তাঁর দলের সেরা অস্ত্র টিম স্পিরিট। তাঁরা প্রতি ম্যাচেই উন্নতি করছেন।যেটা সেমিফাইনালের আগে খুবই গুরুত্বপূর্ণ। সামনে স্পেনের মত দল থাকলেও, ইউরোর ফাইনালে যাওয়ার ব্যাপারে আত্মবিশ্বাসী দুরন্ত ফর্মে থাকা ক্রিশ্চিয়ানো রোনাল্ডো।