পেলের দেশের রোনাল্ডোর ভোট মেসিকে
মেসি ম্যাজিকে মজেছেন ব্রাজিলের কিংবদন্তি স্ট্রাইকার রোনাল্ডো। ফিফার তিনবারের সেরা ফুটবলার রোনাল্ডো পরিষ্কার জানিয়ে দিলেন ইউরোপিয়ান ফুটবলের ব্যালোন ডি`ওরের জন্য তাঁর ভোটটা কিন্তু আর্জেন্টেনিয় মহাতারকার দিকেই যাবে।
মেসি ম্যাজিকে মজেছেন ব্রাজিলের কিংবদন্তি স্ট্রাইকার রোনাল্ডো। ফিফার তিনবারের সেরা ফুটবলার রোনাল্ডো পরিষ্কার জানিয়ে দিলেন ইউরোপিয়ান ফুটবলের ব্যালোন ডি`ওরের জন্য তাঁর ভোটটা কিন্তু আর্জেন্টেনিয় মহাতারকার দিকেই যাবে। ভোট করতে পারলে তিনি মেসিকেই তাঁর ভোট দিতেন বলে জানিয়েছেন তিনবার ফিফার বর্ষসেরা বিজয়ী এই ফুটবলার। মেসি ফুটবলের জাদুকর আর তাই মেসিকে জয়ী দেখতে চান রোনাল্ডো। বর্ষসেরা কোচের জন্য তিনি রিয়াল মাদ্রিদ কোচ হোসে মোরিনহোকে বেছে নিতেন বলে জানিয়েছেন তিনি।
সোমবার রোনাল্ডো জানিয়েছেন যুদ্ধটা `` মূলত মেসি আর ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর মধ্যে। প্রচুর গোল, প্রচুর ট্রফি বা ধারাবাহিক ভাল প্যারফরমেন্স দিয়ে মেসিকে বিচার করা যায়না। এই সব কিছুই মেসির খেলার অঙ্গ। কিন্তু এসব কিছুকে ছাপিয়ে মেসি খেলার মাঠে বিশেষ ধরণের ম্যাজিক তৈরি করে। যা তাকে অন্যদের থেকে আলাদা করে দেয়।``
বর্তমান বিশ্বফুটবল যে দু`জনকে নিয়ে মাতোয়ারা তাঁদের মধ্যে তুলনা টানতে গিয়ে ব্রাজিলের দু`বারের বিশ্বকাপ জয়ী দলের সদস্য রোনাল্ডো বলেছেন `` ক্রিশ্চিয়ানো রোনাল্ডো টেকনিক্যালি অত্যন্ত দক্ষ, স্কিলফুল খেলোয়াড়। খেলায় নিয়ন্ত্রণও অসামান্য। কিন্তু মেসি নিয়মিত ভাবে মাঠে কিছু অপ্রাত্যাশিত খেলা উপহার দেয়।``
৩৬ বছরের ব্রাজিলিয়ন এও জানিয়েছেন তাঁর ভোট কিন্তু রিয়েল মাদ্রিদের কোচ হোসে মরিনহোর দিকে যাবে। কারণ তাঁর মতে মরিনহো অত্যন্ত দক্ষতার সঙ্গে ২৫ জন খেলোয়াড়কে যেভাবে নিয়ন্ত্রণ করেন তা সত্যিই প্রশংসারযোগ্য। মরিনহোর বিশেষ প্ল্যানিং এবং প্রশিক্ষণ পদ্ধতির জন্যই তিনি রিয়েল কোচকে ভোট দেবেন বলে স্পষ্ট করে দিয়েছেন। ফিফার ব্যালোন দি`ওর এবং বছরের সেরা কোচ নির্বাচন পুরষ্কার নির্ভর করে জাতীয় দল গুলির অধিনায়ক এবং কোচ এবং আন্তর্জাতিক কোচেদের উপর। ২০১২ সালের পুরষ্কার প্রাপকদের নাম আগামী বছর জানুয়ারির ৭ তারিখে জুরিখে ঘোষিত হবে।