Shubman Gill 208: তিন দ্বিশতরানকারীর আড্ডা, রোহিতের সামনেই ঝামেলায় জড়ালেন শুভমন-ঈশান!

আড্ডার সময় নেতা রোহিতের সামনেই ঝামেলায় জড়ালেন ঈশান ও শুভমন। সেই আলাপচারিতার ভিডিয়ো বিসিসিআই টুইটারে পোস্ট করেছে।

Reported By: সব্যসাচী বাগচী | Updated By: Jan 19, 2023, 02:38 PM IST
Shubman Gill 208: তিন দ্বিশতরানকারীর আড্ডা, রোহিতের সামনেই ঝামেলায় জড়ালেন শুভমন-ঈশান!
একফ্রেমে টিম ইন্ডিয়ার তিন দ্বিশতরানকারী। ছবি: বিসিসিআই

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: এমন মুহূর্ত বারবার আসে না। একফ্রেমে ৫০ ওভারের ফরম্যাটে টিম ইন্ডিয়ার (Team India) তিন দ্বিশতরানকারী। নিউজিল্যান্ডের (New Zealand) বিরুদ্ধে রুদ্ধশ্বাস ম্যাচে ১২ রানে জেতার পর ক্যামেরার সামনে এসেছিলেন রোহিত শর্মা (Rohit Sharma)। তাঁর সঙ্গে ছিলেন এই ম্যাচের সেরা ১৪৯ বলে ২০৮ রান করা শুভমন গিল (Subhman Gill)। এবং গত ১০ ডিসেম্বর বাংলাদেশের (Bangladesh) বিরুদ্ধে ১৩১ বলে ২১০ রান করেছিলেন ঈশান কিশান (Ishan Kishan)। ভারতীয় দলের দুই তরুণ প্রতিভার সঙ্গে এবার মাইক হাতে দাঁড়িয়ে গেলেন দলের অধিনায়ক। যার আবার এই ফরম্যাটে তিনটি দ্বিশতরান রয়েছে। শুরু হল আড্ডা। তবে এই আড্ডার সময় নেতা রোহিতের সামনেই ঝামেলায় জড়ালেন ঈশান ও শুভমন। সেই আলাপচারিতার ভিডিয়ো বিসিসিআই (BCCI) টুইটারে পোস্ট করেছে। তিন তারকার সেই আলাপচারিতা জি ২৪ ঘণ্টার পাঠকদের জন্য তুলে ধরা হল। 

রোহিত: সবাইকে ম্যাচ দেখার জন্য ধন্যবাদ। আমার সঙ্গে দুই মাঠ মাতানো ক্রিকেটার রয়েছে। একজন 'ম্যান অফ দ্যা মোমেন্ট' শুভমন, আর একজন ঈশান। গিল প্রথম দ্বিশতরান করার পর তোমার অনুভূতি কেমন? 

শুভমন: দারুণ অনুভূতি হচ্ছে। শ্রীলঙ্কার বিরুদ্ধে প্রথম ও তৃতীয় একদিনের ম্যাচে ৭০ ও ১১৬ রানে আউট হওয়ার ভেবেছিলাম, উইকেট ছুড়ে আসা উচিত হয়নি। এবার আমার কাছে বড় রান করার অনেকটা সময় ছিল। এর পুরো সদ্ব্যবহার করতে পেরেছি। তাই ভালো লাগছে। শেষ পর্যন্ত ক্রিজে টিকে থাকার মূল্য পেলাম।

রোহিত: সত্যি দারুণ ইনিংস। তুমি যেভাবে ইনিংস গড়লে সেটা দেখে আরও ভালো লেগেছে। আসলে উইকেটের অন্য প্রান্ত থেকে লাগাতার ব্যবধানে উইকেট পড়লে মেইন ব্যাটারের পক্ষে রান তোলা কঠিন হয়ে যায়। এবারও সেটা হয়েছে। কারণ তোমার পরে আমাদের সেরা রান হচ্ছে ৩৪! তাই স্কোরবোর্ডই বলে দিয়েছে, যে তুমি কীভাবে পারফর্ম করলে? 

শুভমন: আলাদা কিছুই চিন্তা ছিল না। উইকেট পড়লেও আমি আগ্রাসী মানসিকতা নিয়ে ব্যাট করেছি। ঈশান যখন ব্যাট করতে এসেছিল, তখন ওকে বাঁহাতি স্পিনারদের খেলতে বলেছিলাম। যাতে বিপক্ষের উপর চাপ তৈরি করা যায়। 

রোহিত: আচ্ছা শুভমন, আমাদের আলোচনার মধ্যে ঈশান কী করছে?  
 
শুভমন:
কী বলছেন দাদা! ঈশানও তো দ্বিশতরান করছে।  

আরও পড়ুন: Shubman Gill, IND vs NZ: ঈশানকে টপকে ভারতের সবচেয়ে তরুণ ব্যাটার হিসেবে ডাবল সেঞ্চুরি! সচিন-বীরু-রোহিতের তালিকায় এবার শুভমন

আরও পড়ুন: Shubman Gill | IND VS NZ: প্রিয় বন্ধুই কি ইতিহাস লেখার অনুপ্রেরণা! ডাবল সেঞ্চুরির পর গিলের মুখে কার নাম?

ঈশান: (রোহিতের কাছ থেকে মাইক নিয়ে) শুভমন ম্যাচের আগের দিন তুমি কীভাবে প্রস্তুতি নাও, প্লিজ বলবে? 

শুভমন: ম্যাচের আগের দিন আমি বিশেষ কিছু নিয়ম পালন করে থাকি। তবে এই ঈশান আমার সব পরিকল্পনায় জল ঢেলে দেয়। ঘুমোতে পর্যন্ত দেয় না। ঘরে লাফালাফি করে। আই প্যাডে পুরো জোরে সিনেমা চালিয়ে দেয়। তাও হেডফোন ছাড়া! গালাগালি দিলেও কানে কথা নেয় না। বরং আমাকে বলে, 'তুই আমার ঘরে আছিস। আমি যা চাইব, সেটাই হবে।' 

ঈশান: মনে রেখো শুভমন, তুমি আমার ঘরে ছিলে বলেই দ্বিশতরান করতে পারলে! 

রোহিত: আসলে এটা ওদের নিছক ঠাট্টা। দুজন অনেক ছোটবেলা থেকে খেলছে। যাই হোক, শুভমন তোমাকে আমার ও ঈশানের ডাবল সেঞ্চুরির ক্লাবে অনেক স্বাগত। 

রোহিত: আচ্ছা ঈশান তুমি দ্বিশতরান করার পরেও, কেন তিনটি ম্যাচে দলের বাইরে ছিলে? বলতে পারবে? 

ঈশান: দাদা, ক্যাপ্টেন তো তুমিই। (কথাটা বলতেই হেসে উঠলেন তিনজন)। 

রোহিত: আচ্ছা একটা কথা বল, তোমার চার নম্বরে ব্যাট করতে ভালো লাগে? 

ঈশান: খুব ভালো লাগে দাদা। দারুণ লাগে। 

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App) 

.