ICC Test Rankings: শীর্ষেই Jadeja, প্রথম দশে অনড় Rohit,Virat, Bumrah, Ashwin

টেস্ট ব্যাটারদের তালিকায় আটে রোহিত (৭৫৪ রেটিং পয়েন্ট), দশে কোহলি (৭৪২)। বোলারদের তালিকায় দুয়ে অশ্বিন (৮৫০), তিনে বুমরা (৮৩০)। টেস্ট অলরাউন্ডারদের তালিকায় একে জাদেজা (৩৮৫) ও দুয়ে অশ্বিন (৩৪১)। ব্যাটারদের তালিকায় প্রথম তিনে মার্নাস লাবুশানে (৮৯২), স্টিভ স্মিথ (৮৪৫) ও কেন উইলিয়ামসন (৮৪৪)। বোলারদের মধ্যে সবার ওপরে প্যাট কামিন্স (৯০১)।

Updated By: May 25, 2022, 08:44 PM IST
ICC Test Rankings: শীর্ষেই Jadeja, প্রথম দশে অনড় Rohit,Virat, Bumrah, Ashwin
টেস্ট ক্রমতালিকায় একে রবীন্দ্র জাদেজা

নিজস্ব প্রতিবেদন: ভারতীয় দলের পাঁচ মহারথী- রোহিত শর্মা (Rohit Sharma), প্রাক্তন অধিনায়ক বিরাট কোহলি (Virat Kohli), অফ-স্পিনার রবিচন্দ্রন অশ্বিন (Ravichandran Ashwin), পেসার জসপ্রীত বুমরাা (Jasprit Bumrah) ও অলরাউন্ডার রবীন্দ্র জাদেজা (Ravindra Jadeja), সকলেই লাল বলের ক্রিকেটে প্রথম দশের মধ্যে নিজেদের জায়গায় অনড় থাকলেন। সদ্যপ্রকাশিত আইসিসি টেস্ট ব়্যাঙ্কিংয়ে (ICC Test Rankings) জানিয়ে দিল। 

টেস্ট ব্যাটারদের তালিকায় আটে রোহিত (৭৫৪ রেটিং পয়েন্ট), দশে কোহলি (৭৪২)। বোলারদের তালিকায় দুয়ে অশ্বিন (৮৫০), তিনে বুমরা (৮৩০)। টেস্ট অলরাউন্ডারদের তালিকায় একে জাদেজা (৩৮৫) ও দুয়ে অশ্বিন (৩৪১)। ব্যাটারদের তালিকায় প্রথম তিনে মার্নাস লাবুশানে (৮৯২), স্টিভ স্মিথ (৮৪৫) ও কেন উইলিয়ামসন (৮৪৪)। বোলারদের মধ্যে সবার ওপরে প্যাট কামিন্স (৯০১)।

করোনার (Covid 19) জন্য গত মরশুমে ইংল্যান্ডের বিরুদ্ধে একেবারে শেষ মুহূর্তে ম্যাঞ্চেস্টার টেস্ট বাতিল হয়ে গিয়েছিল। পাঁচ ম্যাচের টেস্ট সিরিজে ২-১ ব্যবধানে এগিয়ে ছিল বিরাট কোহলির (Virat Kohli) ভারত (Team India)। গত সেপ্টেম্বরে ইংল্যান্ডের বিরুদ্ধে ভারতের পঞ্চম তথা শেষ টেস্ট ছিল ম্যাঞ্চেস্টারের ওল্ড ট্র্যাফোর্ডে। বাতিল হওয়া ম্যাঞ্চেস্টার টেস্ট  ১-৫ জুলাই হবে বার্মিংহ্যামের এজবাস্টন ক্রিকেট গ্রাউন্ডে। এই পাঁচ ক্রিকেটারকে নিয়েই হয়েছে দল।

ভারতের টেস্ট দল: অধিনায়ক রোহিত শর্মা (Rohit Sharma (Capt), ভাইস ক্য়াপ্টেন কেএল রাহুল (KL Rahul,VC), শুভমান গিল (Shubman Gill), বিরাট কোহলি (Virat Kohli), শ্রেয়স আইয়ার (Shreyas Iyer), হনুমা বিহারী (Hanuma Vihari), চেতেশ্বর পূজারা (Cheteshwar Pujara), ঋষভ পন্থ (Rishabh Pant,wk), কেএস ভারত (KS Bharat,wk), রবীন্দ্র জাদেজা (R Jadeja), আর অশ্বিন (R Ashwin), শার্দূল ঠাকুর (Shardul Thakur), মহম্মদ শামি (Mohd Shami), জসপ্রীত বুমরা (Jasprit Bumrah), মহম্মদ সিরাজ (Mohd Siraj), উমেশ যাদব (Umesh Yadav) ও প্রসিদ্ধ কৃষ্ণা (Prasidh Krishna)।

আরও পড়ুন: Dinesh Karthik-Shoaib Akhtar: 'ব্যক্তিগত জীবনের ধাক্কা সামলেই এই প্রত্যাবর্তন! ওয়েল ডান কার্তিক'

আরও পড়ুনRajasthan Royals: দ্বিতীয় কোয়ালিফায়ারের আগে বড় ধাক্কা রাজস্থানের ! দেশে ফিরলেন এই তারকা অলরাউন্ডার

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App) 
 

.