India vs England, 2nd T20I: এজবাস্টনে বিরাট-রোহিতের অপেক্ষায় অনন্য মাইলস্টোন

এই ম্যাচে যদি বিরাট খেলেন, তাহলে ক্যাপ্টেন রোহিতের সঙ্গেই তাঁর অপেক্ষাতেও থাকবে অনন্য টি-২০ মাইলস্টোন। 

Updated By: Jul 9, 2022, 01:26 PM IST
India vs England, 2nd T20I: এজবাস্টনে বিরাট-রোহিতের অপেক্ষায় অনন্য মাইলস্টোন
অনন্য রেকর্ডের সামনে বিরাট-রোহিত

জি ২৪ ঘন্টা ডিজিটাল ব্যুরো: ইংল্যান্ডের বিরুদ্ধে তিন ম্যাচের টি-২০ সিরিজের শুরুতেই দুরন্ত জয় পেয়েছে রোহিত শর্মার টিম ইন্ডিয়া। জস বাটলারের দলকে ৫০ রানে হারিয়ে সিরিজে ১-০ এগিয়ে গিয়েছে নীল জার্সিধারীরা। আজ অর্থাৎ শনিবার বার্মিংহ্যামের এজবাস্টনে দ্বিতীয় টি-২০ খেলেবে ভারত-ইংল্যান্ড। এই ম্যাচ জিততে পারলেই সিরিজ চলে আসবে ভারতের পকেটে।

এজবাস্টনে বিরাট কোহলি, ঋষভ পন্থ, রবীন্দ্র জাদেজা ও জসপ্রীত বুমরার মতো ভারতের স্টার ক্রিকেটাররা ফিরছেন। এজবাস্টন টেস্টের পর বিশ্রাম নিয়ে ফের মাঠে সিনিয়ররা। এই ম্যাচে যদি বিরাট খেলেন, তাহলে ক্যাপ্টেন রোহিতের সঙ্গেই তাঁর অপেক্ষাতেও থাকবে অনন্য টি-২০ মাইলস্টোন।

রোহিত-বিরাটের প্রয়োজন আর মাত্র ২টি করে বাউন্ডারি। তাহলেই ভারতের দুই ব্যাটিং মহারথী ক্রিকেটের ক্ষুদ্রতম ফর্ম্যাটে দেশের জার্সিতে ৩০০ চার মারার নজির গড়বেন। এই রেকর্ড রয়েছে একমাত্র আয়ারল্যান্ডের পল স্টারলিংয়ের। বিরাট-রোহিত দু'টি করে চার মারতে পারলেই স্টারলিংয়ের দলে নাম লেখাবেন।

গত ম্যাচে মাঠে ফিরেই রেকর্ডবুকে নিজের নাম লিখিয়েছেন রোহিত। কোভিড আক্রান্ত হওয়ায় ইংল্যান্ডের বিরুদ্ধে এজবাস্টনে টেস্টে ভারতের নিয়মিত অধিনায়কের খেলা হয়নি। করোনাকে হারিয়ে ইংল্যান্ডের বিরুদ্ধে চলতি তিন ম্যাচের টি-২০ সিরিজে ফের মাঠে নেমেছেন 'হিটম্যান'।

প্রথম টি-২০ ম্যাচে এমএস ধোনি ও কোহলির পর তৃতীয় ভারতীয় অধিনায়ক হিসাবে টি-২০ ক্রিকেটে ১০০০ রান পূর্ণ করলেন রোহিত। রোহিত এই রেকর্ড করার পথে ছাপিয়ে গেলেন প্রাক্তন ক্যাপ্টেন বিরাটকে। 'কিং কোহলি'র অধিনায়ক হিসাবে দেশের জার্সিতে টি-২০ ফরম্যাটে ১০০০ রান করতে লেগেছিল ৩০ ইনিংস। এক ইনিংস কম খেলেই রোহিত হয়ে গেলেন একহাজারি।

অন্যদিকে এই ম্যাচেই বাইশ গজের প্রথম অধিনায়ক হিসাবে টানা ১৩টি টি-২০ আন্তর্জাতিক ম্যাচ জিতলেন। নিউজিল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ, শ্রীলঙ্কার পর এবার ইংল্যান্ড। বিরাট কোহলির জুতোয় পা গলিয়ে রোহিত টি-২০ ক্রিকেটে দলকে এক অন্য জায়গায় নিয়ে গিয়েছেন।

আরও পডুন: Rohit Sharma-Virat Kohli: 'কত বিশ্রাম প্রয়োজন?' নাম না করেই সিনিয়রদের তোপ প্রাক্তন ভারতীয়র

আরও পড়ুনRavindra Jadeja: আচমকাই সিএসকে সংক্রান্ত যাবতীয় পোস্ট ডিলিট করলেন জাদেজা! দানা বাঁধছে রহস্য

 (Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)  

.