মহানায়কের প্রস্থান মঞ্চে উদয় নতুন নায়কের-ওয়ানডেতে ডাবল সেঞ্চুরির পর এবার টেস্টে অভিষেক শতরান

ওয়ানডে ক্রিকেটে বিশ্বের যে কোনও ব্যাটসম্যানের সবচেয়ে বড় কীর্তি ডবল সেঞ্চুরি করার পর, এবার টেস্টে স্বপ্নের অভিষেক। বৃহস্পতিবার ইডেন গার্ডেন্সে অভিষেক টেস্টে শতরান করার পর রোহিত শর্মা যখন ব্যাট তুললেন, তখন সবার আগে লাফিয়ে উঠলেন সচিন তেন্ডুলকর। বরাবর সচিন বলে এসেছিলেন , রোহিত হল বিরল প্রতিভার অধিকারি।

Updated By: Nov 7, 2013, 04:12 PM IST

ওয়ানডে ক্রিকেটে বিশ্বের যে কোনও ব্যাটসম্যানের সবচেয়ে বড় কীর্তি ডবল সেঞ্চুরি করার পর, এবার টেস্টে স্বপ্নের অভিষেক। বৃহস্পতিবার ইডেন গার্ডেন্সে অভিষেক টেস্টে শতরান করার পর রোহিত শর্মা যখন ব্যাট তুললেন, তখন সবার আগে লাফিয়ে উঠলেন সচিন তেন্ডুলকর। বরাবর সচিন বলে এসেছিলেন , রোহিত হল বিরল প্রতিভার অধিকারি।
নির্বাচকরাও মানতেন সে কথা, কিন্তু বারবার সুযোগ দেওয়া সত্ত্বেও ওয়ানডে ক্রিকেটে হতাশ করেছেন মুম্বইয়ের এই ক্রিকেটার। সেট হয়েও অনেক সময় খারাপ শট খেলে উইখেট ছুঁড়ে আসতেন, তাই কখনই দলে নিয়মিত হতে পারেননি। বিশ্বকাপে দলে সুযোগ না পাওয়ার পর নিজেকে বদল রোহিত। আইপিএলেও নিজেকে দারুণভাবে প্রমাণ করেন। এরপর সদ্য সমাপ্ত অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ওয়ানডে সিরিজে ৪৯৩ রান করে ম্যান অফ দি টুর্নামেন্ট বন। এরপর আজ ইডেনে স্বপ্নের অভিষেক।
আজ যখন ব্যাট করতে নেমেছিলেন তখন দল চূড়ান্ত বিপদে। সচিন ফিরে যাওয়ার পর গোটা স্টেডিয়াম হতাশার গ্রহে। কারও খেয়ালই ছিল না এমন একজন ব্যাট করছেন, যিনি আন্তর্জাতিক ক্রিকেটে ৪৫ মাস খেলার পর টেস্টে অভিষেক করলেন। ধোনি ফিরে যাওয়ার পর সবাই যখন ধরেই নিয়েছে প্রথম ইনিংসে ভারতের কাজ শেষ সেখান থেকেই শুরু করলেন রোহিত। অশ্বিনকে নিয়ে দলকে পৌঁছে দিলেন নিরাপদ জায়গায়। সচিনের অবসরের মঞ্চ জন্ম দিল নতুন নায়কের। কিন্তু প্রশ্ন হল মহানায়কের প্রস্থানে কি নতুন মহানায়কের জন্ম হল!

.