Rohit Sharma: এক বা দুই নয়! রোহিত জানালেন দেশের তিন ভাবী অধিনায়কের নাম

রোহিত শর্মা জানিয়ে দিলেন কোন তিন ক্রিকেটারকে ভবিষ্যতের নেতা হিসাবে দেখা যেতে পারে।

Updated By: Feb 23, 2022, 05:06 PM IST
Rohit Sharma: এক বা দুই নয়! রোহিত জানালেন দেশের তিন ভাবী অধিনায়কের নাম
ভাবী অধিনায়কদের নাম জানালেন রোহিত

নিজস্ব প্রতিবেদন: ভারত অধিনায়ক রোহিত শর্মা (Rohit Sharma) বুধবার দেশের তিন ভাবী অধিনায়কের নাম জানালেন। কেএল রাহুল (KL Rahul), জসপ্রীত বুমরা (Jasprit Bumrah) ও ঋষভ পন্থকে (Rishabh Pant) আগামীর নেতা হিসাবে দেখছেন রোহিত। সাদা বলের পর এবার প্রত্যাশিত ভাবে লাল বলের ক্রিকেটেও ক্যাপ্টেন হয়েছেন রোহিত। গত সপ্তাহে নির্বাচক কমিটির প্রধান চেতন শর্মা জানিয়ে দেন যে, এবার থেকে টেস্টের নেতৃত্বভারও রোহিতের কাঁধে।

জাতীয় নির্বাচক কমিটি রোহিতকে শুধু সব ফরম্যাটের নেতৃত্বভারই তুলে দেয়নি, তাঁর কাঁধে আগামীর নেতাদের গ্রুম করার দায়িত্বও তুলে দেওয়া হয়েছে। আগামিকাল শ্রীলঙ্কার বিরুদ্ধে লখনউে তিন ম্যাচের টি-২০ সিরিজের প্রথম ম্যাচ। তার আগে এদিন রোহিত ভার্চুয়াল সাংবাদিক বৈঠকে হাজির ছিলেন। আগামীর নেতাদের গ্রুপ করার প্রসঙ্গে তিনি বলেন, "সবাইকে সবকিছু বলে বোঝানোর মতো দায়িত্বও আমার নয়। সকলে যথেষ্ট পরিণত। আমি ওদের গাইড করতে পারলেই খুশি। আমরাও সেভাবেই পদে এসেছি। আমাদেরও কেউ না কেউ গ্রুম করেছে। এটা স্বাভাবিক প্রক্রিয়া। সকলে এর মধ্যে দিয়ে যায়।" 

ভারতের আগামীর নেতার প্রসঙ্গে রোহিত বলছেন, "বুমরা, রাহুল ও পন্থকে ভারতের সাফল্যের জন্য বড় দায়িত্ব পালন করতে হবে। একই সঙ্গে তাদের নেতা হিসাবেও নিজেদের দেখতে হবে। ওরা জানে, ওদের কাঁধে কোন দায়িত্ব দেওয়া হয়েছে। তবে ওদের ওপর কোনও চাপ দিতে চাই না, কারণ তারা আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা চাই ওরা খেলাটা উপভোগ করুক। নিজেদের দক্ষতার প্রয়োগ করুক।"

ভারত বনাম শ্রীলঙ্কা টি-২০ সূচি

প্রথম টি-২০ ম্যাচ- ২৪ ফেব্রুয়ারি, লখনউ
দ্বিতীয় টি-২০ ম্যাচ- ২৬ ফেব্রুয়ারি, ধরমশালা
তৃতীয় টি-২০ ম্যাচ-২৭ ফেব্রুয়ারি, ধরমশালা

ভারতের টি-২০ স্কোয়াড: রোহিত শর্মা (অধিনায়ক) (Rohit Sharma), রুতুরাজ গায়কোয়াড় (Ruturaj Gaikwad), শ্রেয়স আইয়ার (Shreyas Iyer), সঞ্জু স্যামসন (Sanju Samson), ঈশান কিশান (উইকেটকিপার) (Ishan Kishan), ভেঙ্কটেশ আইয়ার (Venkatesh Iyer), দীপক হুডা (Deepak Hooda), রবীন্দ্র জাদেজা (Ravindra Jadeja), যুজবেন্দ্র চাহাল (Yuzvendra Chahal), রবি বিষ্ণোই (Ravi Bishnoi), কুলদীপ যাদব (Kuldeep Yadav), মহম্মদ সিরাজ (Mohd. Siraj), ভুবনেশ্বর কুমার (Bhuvneshwar Kumar), হর্ষল প্যাটেল (Harshal Patel), জসপ্রীত বুমরা (সহ-অধিনায়ক) (Jasprit Bumrah) ও আবেশ খান (Avesh Khan)

আরও পড়ুন: Suryakumar-এর না থাকা বড় ধাক্কা, সাফ জানিয়ে দিলেন Rohit, ভাবনায় এই ক্রিকেটার

আরও পড়ুন: Rohit Sharma On Jasprit Bumrah: সব ম্যাচ খেলতে প্রস্তুত রোহিত, ডেপুটির এই বিশেষ গুণে মোহিত ক্যাপ্টেন

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)   

.