Rohit Sharma-Ricky Ponting: অধিনায়ক হিসাবে পন্টিংয়ের রেকর্ডে ভাগ বসাতে পারেন রোহিত

প্রাক্তন অজি কিংবদন্তি রিকি পন্টিং ক্যাপ্টেন হিসাবে ২০০৩ সালে টানা ২০ ম্যাচ জিতেছিলেন পুরুষদের আন্তর্জাতিক ম্যাচে।

Updated By: Jul 10, 2022, 05:44 PM IST
Rohit Sharma-Ricky Ponting: অধিনায়ক হিসাবে পন্টিংয়ের রেকর্ডে ভাগ বসাতে পারেন রোহিত
অনন্য রেকর্ডের সামনে রোহিত শর্মা

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ডেস্ক: এক ম্যাচ হাত রেখেই ইংল্যান্ডের বিরুদ্ধে ভারত তিন ম্যাচের টি-২০ সিরিজ ২-০ জিতে নিয়েছে। আজ অর্থাৎ রবিবার ট্রেন্টব্রিজে সিরিজের তৃতীয় তথা শেষ টি-২০ ম্যাচ। জস বাটলারদের এই ম্যাচে হারাতে পারলেই রোহিত শর্মারা (Rohit Sharma) ইংরেজদের হোয়াইটওয়াশ করবে। আর এই ম্যাচ জিতলেই অধিনায়ক হিসাবে অনন্য মাইলস্টোন স্পর্শ করবেন 'হিটম্যান'।

অধিনায়ক হিসাবে রোহিত টানা ১৯ ম্যাচে (সব ফরম্যাট মিলিয়ে) জয় পেয়েছেন। প্রাক্তন অজি কিংবদন্তি রিকি পন্টিং (Ricky Ponting) ক্যাপ্টেন হিসাবে ২০০৩ সালে টানা ২০ ম্যাচ জিতেছিলেন পুরুষদের আন্তর্জাতিক ম্যাচে। এখনও পর্যন্ত কোনও অধিনায়ক হিসাবে এটাই রেকর্ড। রোহিতের নেতৃত্বে এদিন ভারত জিতলেই রোহিত স্পর্শ করবেন পন্টিংকে। যদিও রোহিত এই সিরিজেই এক অনন্য রেকর্ড করেছেন। তাঁর নেতৃত্বে ভারত টানা ১৪টি টি-২০ ম্যাচ জিতেছে। কোনও দেশের অধিনায়কের এই রেকর্ড নেই। রোহিতের টানা ১৯ ম্যাচ জয়ের মধ্যেই রয়েছে টানা ১৪টি টি-২০ ম্যাচ জয়।

চলতি টি-২০ সিরিজে রোহিতদের পারফরম্যান্স দেখে তাঁদের ভূয়সী প্রশংসা করেছেন পাকিস্তানের প্রাক্তন অধিনায়ক শাহিদ আফ্রিদি। এখানেই শেষ নয়, আফ্রিদি বলে দিলেন যে, আসন্ন টি-২০ বিশ্বকাপে ভারত অন্যতম ফেভারিট। আফ্রিদি টুইটারে লিখেছেন, "ভারত অসাধারণ ক্রিকেট খেলেছে। এই সিরিজ জয়ের দাবিদার তারাই। ওদের বোলিং পারফরম্যান্স তাক লাগানোর মতো। অস্ট্রেলিয়া অনুষ্ঠিত হতে চলা টি-২০ বিশ্বকাপে ভারত নিশ্চিত ভাবেই অন্যতম ফেভারিট।" এখন দেখার ভারত হোয়াইটওয়াশ করতে পারে কিনা!

আরও পড়ুন: Shahid Afridi: রোহিতদের প্রশংসায় আফ্রিদি! টি-২০ বিশ্বকাপে ভারতকে নিয়ে করলেন বড় ভবিষ্যদ্বাণী
আরও পড়ুন
Virat Kohli: 'আমার টি-২০ দলে সম্ভবত বিরাট থাকবে না!' সাফ জানিয়ে দিলেন প্রাক্তন ভারতীয়

 (Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App) 

 

.