Rohit Sharma | ICC ODI World Cup 2023: 'দলে কারোর গ্যারান্টি নেই'! কাপযুদ্ধের আগে বিস্ফোরক রোহিত, উড়িয়েই খেললেন
Rohit Sharma Asks Youngsters To Perform Under Pressure During Asia Cup 2023: রোহিত শর্মা সাফ বলে দিলেন যে, এশিয়া কাপে তরুণদের থেকে তিনি দেখে নিতে চান। চাপের মধ্যেই পারফর্ম করার পরীক্ষায় বসতে হবে বলেই মত ভারত অধিনায়কের।
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ২০২২ টি-২০ বিশ্বকাপের ( T20 World Cup 2022) পর থেকেই, ভারতীয় দলের টি-টোয়েন্টি সেটআপে বিরাট পরিবর্তন এসেছে, তা দিনের আলোর মতোই পরিষ্কার। ভারতীয় ক্রিকেট বোর্ডে একদম বুঝিয়ে দিয়েছে যে, হার্দিক পাণ্ডিয়ার (Hardik Pandya) নেতৃত্বে খেলবে নতুন ভারত। যেখানে ঘুরিয়ে ফিরিয়ে সুযোগ দেওয়া হবে এক ঝাঁক তরুণ ক্রিকেটারদের। বিরাট কোহলি (Virat Kohli) ও রোহিত শর্মার (Rohit Sharma) মতো সিনিয়র ব্যাটিং নক্ষত্রদের কুড়ি ওভারের ফরম্যাটে বিশ্রামই দেওয়া হচ্ছে। চলতি ভারত-ওয়েস্ট ইন্ডিজ পাঁচ ম্যাচের টি-২০ সিরিজেও নেই বিরাট-রোহিতরা। রোহিতের চোখ এখন আসন্ন এশিয়া কাপ (Asia Cup 2023) ও ঘরের মাঠে বিশ্বকাপ (ICC ODI World Cup 2023)।
আরও পড়ুন: WATCH | Rohit Sharma: 'কারোর নাম বলব না, বললেই বিরাট বিতর্ক হবে'! মহাযুদ্ধের আগে বিস্ফোরক অধিনায়ক
আর কয়েক দিনের মধ্যে এশিয়া কাপের দল বেছে নেবে ভারত। এটা দিনের আলোর মতো পরিষ্কার যে, এশিয়া কাপই হবে বিশ্বকাপের আগে ভারতের প্রকৃত নেট প্র্যাকটিস। এটা বলে দেওয়া যায় যে, এশিয়া কাপের দলটাই খেলবে বিশ্বকাপ। ভারত অধিনায়ক রোহিত এশিয়া কাপের দল নির্বাচনের আগেই জানিয়ে দিলেন যে, কী চ্যালেঞ্জ ভারতের সামনে রয়েছে। রোহিত এও বলেছেন দলে কারোর জায়গা সুনিশ্চিত নয়। ভারতের লা লিগা প্রচারদূত হিসেবে কাজ করেন রোহিত। স্প্যানিশ ফুটবলের সেরা টুর্নামেন্টের এক অনুষ্ঠানে তিনি হাজির ছিলেন। রোহিতের কাছে প্রশ্ন রাখা হয়েছিল যে, তিনি এশিয়া কাপ নিয়ে কী ভাবছেন, রোহিত বলেন, 'দেখি কী হয়, আমরা জিততে তো চাই। কিন্তু প্রচুর প্রশ্নের উত্তর দেওয়ার রয়েছে। তবে এশিয়া কাপে আমি দেখতে চাই যে, আমাদের কেউ কেউ কোয়ালিটি দলের বিরুদ্ধে, চাপের মুখে ভালো ব্যাট করছে। এগুলো দেখার রয়েছে।' ভারতীয় দলে একাধিক তারকা রয়েছে। এই প্রসঙ্গে হিটম্যান বলছেন,' এক বা দু'টি নামের চেয়ে প্রচুর নাম থাকা ভালো। আশা করি তারা সময় মতো ফিট হয়ে যাবে। এটাই গুরুত্বপূর্ণ। বিশ্বকাপের আগে আমরা দেখে নিতে চাই যে, এশিয়া কাপে আমাদের জন্য কোন কম্বিনেশন ঠিক হয়।' রোহিত সাফ বলে দিচ্ছেন যে, দলে কারোর জায়গা নিশ্চিত নয়। হিটম্য়ান এই ব্যাপারে বলেন, 'দলে কারোর সিলেকশন অটোমেটিক নয়, এমনকী আমিও না। কারোর জায়গার গ্যারান্টি নেই। আমরা বলতে পারি না যে, এরপর এমনটা হবে, ইত্যাদি, প্রভৃতি। হ্যাঁ এটা ঠিকই যে, কিছু প্লেয়ার নিশ্চিত। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে তিনটি ওয়ানডে খেলে কিছু প্লেয়ারকে দেখে নেওয়া গিয়েছে। এশিয়া কাপেও আমরা ভালো প্রতিদ্বন্দ্বিতা দেখব।'
তেইশের এশিয়া কাপ শুরু ৩১ অগস্ট থেকে। চলবে ১৭ সেপ্টেম্বর পর্যন্ত। চ্যাম্পিয়নশিপের ইতিহাসে এই প্রথমবার হাইব্রিড মডেলে টুর্নামেন্ট অনুষ্ঠিত হবে। যার প্রস্তাব পাকিস্তান দিয়েছি। ভারত, পাকিস্তান, শ্রীলংকা, বাংলাদেশ, আফগানিস্তান ও নেপাল অংশ নেবে এশিয়া কাপে। যুগ্মভাবে এশিয়ার সেরা হওয়ার লড়াই আয়োজন করবে গতবারের চ্যাম্পিয়ন শ্রীলঙ্কা ও এশিয়া কাপের মূল আয়োজক পাকিস্তান। পাকিস্তানে হবে চারটি ম্যাচ ও দ্বীপরাষ্ট্রে হবে ন'টি ম্যাচ। গ্রুপ পর্যায়ের ম্যাচের পর খেলা গড়াবে সুপার ফোরে। সেখান থেকে ফাইনালে দুই দল।