রনজি না খেলে কেন কমেন্ট্রি করছেন, খোলসা করলেন রবিন উথাপ্পা

ঘরোয়া ক্রিকেটে এখন ভরা মরশুম। অথচ সৌরাষ্ট্রের হয়ে খেলতে দেখা যাচ্ছে না উথাপ্পাকে। 

Updated By: Nov 22, 2018, 08:19 PM IST
রনজি না খেলে কেন কমেন্ট্রি করছেন, খোলসা করলেন রবিন উথাপ্পা

নিজস্ব প্রতিনিধি : ভরা রনজি মরশুম। কিন্তু তিনি কমেন্ট্রিতে ব্যস্ত। এখনও খেলা ছাড়েননি। অবসরের আগেই তা হলে কেন খেলা ছেড়ে ধারাভাষ্য নিয়ে মেতে রয়েছেন রবিন উথাপ্পা? ভারত-অস্ট্রেলিয়া টি-২০ সিরিজে ধারাভাষ্যকার হিসাবে অভিষেক হল গৌতম গম্ভীর ও রবিন উথাপ্পার। ১৫ জনের ধারাভাষ্যকারদের দলে জায়গা পেয়েছেন তাঁরা। এদিকে, ঘরোয়া ক্রিকেটে এখন ভরা মরশুম। অথচ সৌরাষ্ট্রের হয়ে খেলতে দেখা যাচ্ছে না উথাপ্পাকে। এই নিয়ে ভারতীয় ক্রিকেট মহলে কানাঘুঁষো চলছে। অনেকেই রবিন উথাপ্পার এমন রনজি-বিমুখ মনোভাব নিয়ে প্রশ্ন তুলতে শুরু করেছেন। অনেকে তো আবার এমনও বলতে শুরু করেছেন, আইপিএল ছাড়া আর কোনও টুর্নামেন্টকে তেমন একটা গুরুত্বই দিচ্ছেন না। আর চারপাশের এসব কথা নিশ্চয়ই রবিনের কানে উঠছে। তা না হলে তিনি হঠাত্ করে প্রতিক্রিয়া জাহির করতে যাবেন কেন!

আরও পড়ুন-  তিনদিনেই লজ্জার হার বাংলার, ইডেন থেকে ছয় পয়েন্ট তুলল কেরল

সমালোচনা হজম করলেন না আইপিএলে কলকাতা ফ্র্যাঞ্চাইজিতে খেলা এই ব্যাটসম্যান। টুইটারে লিখলেন, একটা ভুল-বোঝাবুঝি চলছে। সেটা একটু পরিষ্কার করে দেওয়া প্রয়োজন। আমি রনজি না খেলে কমেন্ট্রি করছি সেটা নিয়ে কথা হচ্ছে। এই নিয়ে জানিয়ে দিই, আমি এই মুহূর্তে গোড়ালির চোটের জন্য মাঠের বাইরে। তাই রনজিতে খেলতে পারছি না। চোট সারিয়ে ওঠার চেষ্টা করছি। আমি সব সময়ই মাঠের প্রতিযোগিতায় থাকতে ভালবাসি। আর এই ভালবাসা আমার থাকবে যতদিন পর্যন্ত এটা আমি উপভোগ করব। প্রসঙ্গত, ভারত-অস্ট্রেলিয়া সিরিজে এই মুহূর্তে পুরোদমে ধারাভাষ্য করছেন গম্ভীর ও উথাপ্পা। ২০১৫-তে শেষবার জাতীয় দলে হয়ে খেলেছিলেন উথাপ্পা। জিম্বাবোয়ের বিরুদ্ধে। অন্যদিকে, গম্ভীর শেষবার ভারতের জার্সিতে খেলেছেন ২০১৬ তে। রাজকোটে ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট ম্যাচে। 

.