বাঁ-দিকের ক্যাচ ডান হাতে ধরতে গিয়ে মিস, সমালোচনার মুখে ঋষভ পন্থ
ঋষভ ক্যাচ ধরা তো দূর, চেষ্টা পর্যন্ত করেননি।
নিজস্ব প্রতিনিধি : মহেন্দ্র সিং ধোনি দলের বাইরে। ঋদ্ধিমান সাহা চোটে আক্রান্ত হয়ে বিশ্রামে। ভারতীয় দলের কিপার হিসাবে তাই এখন তিনিই প্রথম পছন্দ। ভারতীয় ক্রিকেট সার্কিটে অনেকে তাঁকেই এমএস ধোনির উত্তরসূরি বলছেন। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিরিজের প্রথম টেস্টে পন্থ ১১টি ক্যাচ ধরে বিশ্বরেকর্ড গড়েছেন। তবে তাঁর কিপিং স্কিল নিয়ে এখনও কথা হচ্ছে চারপাশে। অনেকেই বলছেন, কিপিংয়ে এখনও পরিণত হয়ে উঠতে পারেননি তিনি। এর আগে ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজে পন্থের কিপিং নিয়ে প্রচুর কথা হয়েছে। ২১ বছরের ঋষভ সেই সিরিজে প্রচুর অতিরিক্তি রান দিয়েছিলেন। যার মধ্যে বেশিরভাগ ছিল বাই রান।
আরও পড়ুন- অ্যাডিলেডে জিতে নিজেকে 'ক্যাপ্টেন কুল' বলছেন না কোহলি!
এবার অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম ম্যাচে একটা ক্যাচ গলানোর পর তাঁকে নিয়ে সমালোচনা চলছে। ৬৭তম ওভারে টিম পাইনের একটি শটে ক্যাচ ওঠে। কিন্তু ঋষভ ক্যাচ ধরা তো দূর, চেষ্টা পর্যন্ত করেননি। বল ছিল ঋষভের বাঁ-দিকে। ফলে তাঁর বাঁ-হাত দিয়েই ক্যাচ ধরার চেষ্টা করার উচিত ছিল। কিন্তু তিনি ডান হাতে বলের কাছে পৌঁছনোর চেষ্টা করলেন। বলাবাহুল্য, শেষমেশ বলের নাগাড় পাননি। পন্থের এমন কাণ্ডে অবাক প্রাক্তনদের অনেকে। কারণ, বেশিরভাগ ক্ষেত্রেই একজন কিপার তখনই বিপরীত হাতে বল চেজ করেন যখন সেটি তাঁর আয়ত্তের বাইরে চলে যায়। কিন্তু এক্ষেত্রে পন্থ চাইলেই বলের নাগাল পেতে পারতেন।
How not to keep wicket, by Rishabh Pant
LIVE #AUSvIND: https://t.co/54MrZVHfil pic.twitter.com/E93nI584bw
— Telegraph Sport (@telegraph_sport) December 10, 2018
ক্যাচ পড়ার পর টিম পাইন আরও ৪৭ বল টিকেছিলেন। আরও ২৯ রান বেশি করেছিলেন। মধ্যাহ্নভোজের পর দ্বিতীয় ওভারে জসপ্রিত বুমরার বলে আউট হন তিনি। শুধুমাত্র ক্যাচ ফেলার জন্যই নয়, প্যাট কামিন্সকে স্লেজ করার জন্যও এদিন সমালোচিত হয়েছেন পন্থ। যদিও প্যাট কামিন্স ও তিনি আইপিএলে একই দলে (দিল্লিতে) খেলেছেন। এদিন অবশ্য পন্থের স্লেজিংয়ে বিন্দুমাত্র প্রতিক্রিয়া জাহির করেননি কামিন্স। টেস্টে এর আগেও স্লেজিং করতে গিয়ে স্টাম্প মাইকে ধরা পড়েছেন তিনি।