মনখারাপের সমাপ্তি অনুষ্ঠানেও মন জিতল রিও, এবার অপেক্ষা টোকিও গেমসের

শেষ হল রিও অলিম্পিক

Updated By: Aug 22, 2016, 11:13 AM IST
মনখারাপের সমাপ্তি অনুষ্ঠানেও মন জিতল রিও, এবার অপেক্ষা টোকিও গেমসের

ওয়েব ডেস্ক: জিকার ত্রাস। স্টেডিয়াম তো তৈরিই হয়নি, গেমস ভিলেজের অবস্থাও তথৈবচ। বাতাসে কালো ধোঁয়ায় ঢাকা। জল এত নোংরা ওয়াটার স্পোর্টসগুলো হবে কীভাবে?ইউরোপের মত জায়গায় সন্ত্রাস হচ্ছে ব্রাজিলের মত দেশ কী করে আটকাতে পারবে? গুণ্ডারা ছুরি নিয়ে রাস্তায় ঘোরে, ছিনতাই-রাহাজানি রোজকার ঘটনা। এখানে অলিম্পিক হবে?হতে পারে! রিও অলিম্পিকের আগে এত সব বিষয় নিয়ে সংশয় ছিল। একটা সময় তো এমনও শোনা গেছিল রিও-র আয়োজনে অসন্তুষ্ট আইওসি বেজিংকে দায়িত্ব দিতে পারে। কিন্তু সব সংশয় ঠেলে দিয়ে অলিম্পিকের ইতিহাসে অন্যতম স্মরণীয় গেমস উপহার দিল রিও। দু একটা বিছিন্ন ঘটনা ছাড়া রিও অলিম্পিক একেবারে ছবির মত সুন্দর হয়ে থাকল।

আরও পড়ুন- অলিম্পিকে কোন খেলায় কারা পদক জিতল (এক নজরে)

১৬টা দিন। ১১,৩০৩ অ্যাথলিট। ২০৬টা দেশ ও উদ্বাস্তুদের দল। রিও গেমসে যবনিকা পাত ঘটল। সমাপ্তি অনুষ্ঠানেও দেখা গেল চমক। চোখধাঁধানো ছোট্ট সমাপ্তি অনুষ্ঠানে অনেকের চোখেই জল। ৩১তম অলিম্পিক গেমস শেষ এবার প্রতীক্ষা ২০২০ টোকিও গেমসের। এদিনের সমাপ্তি অনুষ্ঠানের সেরা চমক দিল জাপান। যেখানে পরবর্তী গেমস হবে। জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবে কম্পিউটার গেমস চরিত্র সুপার মারিওর ছদ্মবেশে একটা সবুজ পাইপে চড়ে স্টেডিয়ামে ঢুকলেন। বোঝা গেল জাপান তৈরি চমকে দিতে। চার বছর পর টোকিও-মাতাবে বিশ্বকে।

 রিও অলিম্পিক বাকিদের চেয়ে আলাদা হয়ে থাকল জাঁকজমকে নয় আন্তরিকতায়। ২০০৮ বেজিং গেমস যদি বলে আমায় দেখো, আমিই সেরা। তাহলে ২০১২ লন্ডন গেমস বুক উঁচু করে বলতে পারে ঐতিহ্য আর আধুনিকতায় আমায় টেক্কায় দিতে পারবে না। রিও গেমস সেখানে বলবে, আমি আমার মত সুন্দর। বেজিং, লন্ডন গেমসের মত অত খরচ না করেও রিও মুগ্ধ করল বিশ্বকে। ইউরোপের নাকউঁচুকে ভাবকে বুড়ো আঙুল দেখিয়ে রিও আপন করে নিল তাদের অতিথিকে। যারা ব্রাজিল বলে এড়িয়ে গেলো তারা সত্যিই একটা জিনিস মিস করল। সেটা হল স্পিরিট। ব্রাজিলিয়ান স্পিরিট। যে স্পিরিটের নিউক্লিয়াস হল আবেগ।

সমাপ্তি অনুষ্ঠানে ভারতের পতাকা বইলেন পদকজয়ী কুস্তিগির সাক্ষী মালিক। এবারের গেমসে দুটো পদক জিতলেও ভারতের কাছে হতাশারই হল। সবচেয়ে বড় দল পাঠিয়েও হতাশা এল প্রায় সব জায়গাতেই।

উসেইন বোল্ট, মাইকেল ফ্লেপস, নেইমার। এবারের গেমসে মহাতারকারা আলো ছড়ালেন। জন্ম নিল নতুন তারারাও। ৪৬টা সোনা সহ ১২১টা পদক জিতে সবার আগে মার্কিন যুক্তরাষ্ট্র।

তবে সবার শেষে রিওই জিতল। বুক ফুলিয়ে রিও বলতেই পারে, ইউস উই ক্যান।

.