ফুটবলের মতো ক্রিকেটেও এবার কার্ড!

ফুটবল মাঠে লাল ও হলুদ কার্ড একটি পরিচিত দৃশ্য। কিন্তু ক্রিকেট মাঠে লাল,হলুদ কার্ড? ভাবতেই যেন কেমন লাগে। কিন্তু এবার ক্রিকেট মাঠেই ফুটবলের এই পরিচিত দৃশ্য চালু করতে উদ্যোগি হল এমসিসি বা মেরিলিবোন ক্রিকেট ক্লাব। ইংলিশ ক্রিকেট লিগে মাঠে ক্রিকেটারদের অভব্য আচরণ দিনে দিনে বেড়েই চলেছে। এবছর পাঁচটি ম্যাচ ক্রিকেটারদের গন্ডগোলের জন্য পরিত্যক্ত হয়েছে। তাই আম্পায়ার অ্যাসোসিয়েশনগুলির সঙ্গে আলোচনা করে এমসিসি আগামিদিনে ক্রিকেটেও লাল ও হলুদ কার্ড চালু করতে চলেছে। ঠিক হয়েছে মাঠে সময় নষ্ট করলে পাচ রান পেনাল্টি হবে। কোনও ক্রিকেটারকে হুমকি দিলে বা বিমার দিয়ে আঘাত করার চেষ্টা হলে দশ ওভার মাঠের বাইরে থাকতে হবে হলুদ কার্ড দেখে। আর শারিরীকভাবে কোনও খেলোয়াড়কে নিগ্রহ করলে কিংবা আম্পায়ারকে ভয় দেখালে ক্রিকেটারকে লাল কার্ড দেখে একেবারে মাঠের বাইরে যেতে হবে। সেই ক্রিকেটার যদি ব্যাটসম্যান হন তা হলে তাকে রিটায়ার্ড আউট হতে হবে।

Updated By: Feb 11, 2016, 08:07 PM IST
ফুটবলের মতো ক্রিকেটেও এবার কার্ড!

ওয়েব ডেস্ক: ফুটবল মাঠে লাল ও হলুদ কার্ড একটি পরিচিত দৃশ্য। কিন্তু ক্রিকেট মাঠে লাল,হলুদ কার্ড? ভাবতেই যেন কেমন লাগে। কিন্তু এবার ক্রিকেট মাঠেই ফুটবলের এই পরিচিত দৃশ্য চালু করতে উদ্যোগি হল এমসিসি বা মেরিলিবোন ক্রিকেট ক্লাব। ইংলিশ ক্রিকেট লিগে মাঠে ক্রিকেটারদের অভব্য আচরণ দিনে দিনে বেড়েই চলেছে। এবছর পাঁচটি ম্যাচ ক্রিকেটারদের গন্ডগোলের জন্য পরিত্যক্ত হয়েছে। তাই আম্পায়ার অ্যাসোসিয়েশনগুলির সঙ্গে আলোচনা করে এমসিসি আগামিদিনে ক্রিকেটেও লাল ও হলুদ কার্ড চালু করতে চলেছে। ঠিক হয়েছে মাঠে সময় নষ্ট করলে পাচ রান পেনাল্টি হবে। কোনও ক্রিকেটারকে হুমকি দিলে বা বিমার দিয়ে আঘাত করার চেষ্টা হলে দশ ওভার মাঠের বাইরে থাকতে হবে হলুদ কার্ড দেখে। আর শারিরীকভাবে কোনও খেলোয়াড়কে নিগ্রহ করলে কিংবা আম্পায়ারকে ভয় দেখালে ক্রিকেটারকে লাল কার্ড দেখে একেবারে মাঠের বাইরে যেতে হবে। সেই ক্রিকেটার যদি ব্যাটসম্যান হন তা হলে তাকে রিটায়ার্ড আউট হতে হবে।

.