বলটা ঘোরাবেন পরে, আগে তেড়ে ব্যাট চালালেন অশ্বিন

রাহানে ১০০। অশ্বিন ৫০। এই দুইতেই ৩০০ রানের গণ্ডি টপকে গেল ভারত। চতুর্থ টেস্টে টসে জিতে প্রথম ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছিলেন ক্যাপ্টেন বিরাট। নিজে ৪৪ রানের দর্শনীয় ইনিংস খেললেও একটা সময় ব্যাটিং বিপর্যয়ের মুখে পরে ভারত। মিডল অর্ডাররা ফ্লপ। ১ রান করে প্যাভিলিয়ন মুখী হয়েছেন রোহিত শর্মা। উইকেট রক্ষক ঋদ্ধিমানও ফেরেন ব্যাক্তিগত ১ রানেই। ৬ উইকেট হারিয়ে ভারত তখন প্রটিওদের কাছে দিশেহারা। রক্ষণ ভাগের দায়িত্ব নিলেন রাহানে। জাডেজার সঙ্গতে ভালই এগোচ্ছিল ভারত। আবারও আউট। জাডেজা ফিরলেন, এলেন অশ্বিন। বোলিংয়ে কামালটা গোটা সিরিজেই ছিল। এবার ব্যাটেও ধামাল। খেলে ফেললেন ৫০ রানের ইনিংস। ৬টি ৪ আর একটি ৬ দিয়ে সাজিয়ে নিলেন নিজের অর্ধ শতরান। 

Updated By: Dec 4, 2015, 11:47 AM IST
বলটা ঘোরাবেন পরে, আগে তেড়ে ব্যাট চালালেন অশ্বিন

ওয়েব ডেস্ক: রাহানে ১০০। অশ্বিন ৫০। এই দুইতেই ৩০০ রানের গণ্ডি টপকে গেল ভারত। চতুর্থ টেস্টে টসে জিতে প্রথম ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছিলেন ক্যাপ্টেন বিরাট। নিজে ৪৪ রানের দর্শনীয় ইনিংস খেললেও একটা সময় ব্যাটিং বিপর্যয়ের মুখে পরে ভারত। মিডল অর্ডাররা ফ্লপ। ১ রান করে প্যাভিলিয়ন মুখী হয়েছেন রোহিত শর্মা। উইকেট রক্ষক ঋদ্ধিমানও ফেরেন ব্যাক্তিগত ১ রানেই। ৬ উইকেট হারিয়ে ভারত তখন প্রটিওদের কাছে দিশেহারা। রক্ষণ ভাগের দায়িত্ব নিলেন রাহানে। জাডেজার সঙ্গতে ভালই এগোচ্ছিল ভারত। আবারও আউট। জাডেজা ফিরলেন, এলেন অশ্বিন। বোলিংয়ে কামালটা গোটা সিরিজেই ছিল। এবার ব্যাটেও ধামাল। খেলে ফেললেন ৫০ রানের ইনিংস। ৬টি ৪ আর একটি ৬ দিয়ে সাজিয়ে নিলেন নিজের অর্ধ শতরান। 

.