সচিন প্রশ্নে শাস্ত্রীকে স্বার্থের সংঘাত' ইস্যুর কথা জানাল বোর্ড
ওয়েব ডেস্ক: ভারতরত্ন সচিন তেন্ডুলকর বিশ্বসেরা বিরাটদের পরমার্শদাতা হিসাবে আসুক, এমনই চাইছেন ভারতীয় দলের সদ্য নিযুক্ত হেড স্যার রবি শাস্ত্রী। আর সেইমত ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের বৈঠকে সচিন তেন্ডুলকরকে পরমার্শদাতা রাখার প্রস্তাবও দেন তিনি। বর্তমান বোর্ড সভাপতি সিকে খান্না, সিইও রাহুল জোহরি এবং কার্যনির্বাহী সম্পাদক অমিতাভ চৌধুরী রবি শাস্ত্রীর এই প্রস্তাবে প্রাথমিক ভাবে রাজি থাকলেও স্বার্থের সংঘাতের বিষয়টিকেও গুরুত্ব সহকারে নজরবন্দি করেন। এক বোর্ড কর্তার কথায়, "সচিনকে পরামর্শদাতা হিসাবে রাখার প্রস্তাব রবি শাস্ত্রী বোর্ডের সামনে রেখেছেন ঠিকই, তবে বোর্ড তাঁকে 'স্বার্থের সংঘাত' ইস্যু সম্বন্ধেও অবগত করিয়েছে"। বোর্ডের একাংশের মত, সচিন যে ধরনের মানুষ, তাতে তিনি হয়ত এই 'পদে' বহাল তবিয়েতে বসার জন্য একেবারেই রাজি হবেন না। কিন্তু, সচিন রাজি হলে সেক্ষেত্রে তাঁকে ছাড়তে হবে মুম্বই ইন্ডিয়ানসের মেন্টর পদ। আরও পড়ূন- জাহির খান নন, শাস্ত্রীর কথা মতো ভরত অরুণই ভারতীয় দলের বোলিং কোচ
একই সঙ্গে ভারতীয় দলের পরামর্শদাতা এবং আইপিএলে অংশগ্রহণকারী দলের মেন্টর থাকতে পারবেন না সচিন তেন্ডুলকর। উল্লেখ্য, এর আগে রাহুল দ্রাবিড়ও যখন এমনই এক সমস্যার সম্মুখীন হয়েছিলেন, তখন দিল্লি ডেয়ারডেভিলসের কোচিং স্টাফের পদ থেকে সরতে হয়েছে তাঁকে। ভারতের অনুর্ধ-১৯ এবং ভারতীয় এ দলের কোচ হিসাবে রাহুল দ্রাবিড়কে নিযুক্ত করার সময়ই বোর্ড তা পরিষ্কার করে নেয়। সচিনের ক্ষেত্রেও বোর্ড একই রকম ভূমিকা নেবে বলেই সূত্রের খবর। তবে এখানে প্রশ্ন থাকছে সচিনের রাজি হওয়া নিয়েও। আরও পড়ূন- জাহির খান নন, শাস্ত্রীর কথা মতো ভরত অরুণই ভারতীয় দলের বোলিং কোচ