'৮৩-র বিশ্বকাপ জয়ের স্মৃতিচারণায় এবার যুবরাজকে খোঁচা শাস্ত্রীর
আসলে যুবরাজ বনাম রবি শাস্ত্রী এই টুইট যুদ্ধের শুরুটা হয়েছিল মাস দুয়েক আগে। দোসরা এপ্রিল।
নিজস্ব প্রতিবেদন: ৩৭ বছর আগে আজকের দিনেই ইংল্যান্ডের মাটিতে পরাক্রমশালী ওয়েস্ট ইন্ডিজকে ৪৩ রানে হারিয়ে প্রথমবার বিশ্বকাপ জিতে নেয় কপিল দেবের নেতৃত্বাধীন ভারতীয় ক্রিকেট দল। ভারতীয় ক্রিকেটের এমন সাফল্যের দিনে সোশ্যাল মিডিয়ায় শুভেচ্ছার বন্যা। কপিল দেবের বিশ্বকাপজয়ী দলকে অভিনন্দন জানান যুবরাজ। এবার যুবরাজকে পুরনো কথা টেনে এনে খোঁচা দিলেন টিম ইন্ডিয়ার বর্তমান কোচ রবি শাস্ত্রী। ফের টুইট যুদ্ধে সরগরম নেটদুনিয়া।
তিরাশির বিশ্বকাপজয়ী দলকে অভিনন্দন জানালেনও কাউকে ট্যাগ করেননি যুবরাজ সিং। সেখানেই রবি শাস্ত্রী যুবিকে উল্লেখ করে লিখেছেন, "ধন্যবাদ জুনিয়র, তুমি আমাকে আর কপিলকে এই পোস্টে ট্যাগ করতে পারতে তো!"
Thanks, Junior! You can tag me and Kaps also - @therealkapildev https://t.co/EZqRbzYTT7
— Ravi Shastri (@RaviShastriOfc) June 25, 2020
Hahahahaha senior ! Your a legend on and off the field Kapil Paaji was a different league altogether
— Yuvraj Singh (@YUVSTRONG12) June 25, 2020
আসলে যুবরাজ বনাম রবি শাস্ত্রী এই টুইট যুদ্ধের শুরুটা হয়েছিল মাস দুয়েক আগে। দোসরা এপ্রিল। ২০১১ সালের ২ এপ্রিল ভারত দ্বিতীয়বার পঞ্চাশ ওভারের বিশ্বকাপ জেতে। সে দিন ২০১১ সালের বিশ্বকাপজয়ী ভারতীয় দলকে অভিনন্দন জানিয়ে টুইট করেন রবি শাস্ত্রী। ভারতের বিশ্বকাপ জয়ের নবম বর্ষপূর্তিতে যুবরাজ সিং পাল্টা লেখেন, "ধন্যবাদ সিনিয়ার! আপনি আমাকে আর মাহিকেও ট্যাগ করতে পারতেন, আমরাও তো বিশ্বকাপজয়ী দলের সদস্য ছিলাম।" এবার সেই পুরনো কাসুন্দি টেনে এনে যুবরাজকে একই ভাষায় খোঁচা দিতে ছাড়লেন না শাস্ত্রী।
আরও পড়ুন - ৮৩-র স্মৃতি: গ্রিনিজকে আউট করেই বিশ্বকাপ জয়ের পথ মসৃণ করেছিলেন সান্ধু