ধর্ষণের অভিযোগ থেকে পিঙ্কি প্রামাণিককে মুক্ত করল কলকাতা হাইকোর্ট

ক্লিনচিট পেলেন পিঙ্কি প্রামাণিক। এশিয়ান গেমসে স্বর্ণপদক জয়ী এই অ্যাথলিটের বিরুদ্ধে দায়ের করা সমস্ত অভিযোগ খারিজ করে দিল কলকাতা হাইকোর্ট।

Updated By: Sep 12, 2014, 08:57 PM IST
ধর্ষণের অভিযোগ থেকে পিঙ্কি প্রামাণিককে মুক্ত করল কলকাতা হাইকোর্ট

কলকাতা: ক্লিনচিট পেলেন পিঙ্কি প্রামাণিক। এশিয়ান গেমসে স্বর্ণপদক জয়ী এই অ্যাথলিটের বিরুদ্ধে দায়ের করা সমস্ত অভিযোগ খারিজ করে দিল কলকাতা হাইকোর্ট।

২০১২ সালে পিঙ্কিরই এক বান্ধবী তাঁর বিরুদ্ধে নির্যাতন ও ধর্ষণের অভিযোগ দায়ের করেছিলেন। সেই অভিযোগের ভিত্তিতে গ্রেফতারও হন তিনি। ২৫ দিন জেল পুলিস হেফাজত হয় পিঙ্কির। জোর করে তাঁর লিঙ্গ নির্ধারণ পরীক্ষা করে পুলিস। নিম্ন আদালতে দোষী সাব্যস্ত হন পিঙ্কি। সেই রায়কে চ্যালেঞ্জ করেই ২০১৩ সালে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন পিঙ্কি।

প্রায় এক বছর পর শুক্রবার তাঁকে সব অভিযোগ থেকে মুক্তি দিলেন বিচারপতি সুব্রত তালুকদার।

পিঙ্কির বিরুদ্ধে ৩৭৬, ৪১৭, ৪২০, ৩২৫, ৫০৬ ও ৪৯৩ ধারায় মামলা দায়ের করা হয়েছিল। আজ এই সব কটি অভিযোগ থেকেই পিঙ্কিকে মুক্ত করল হাইকোর্ট।

 

 

.