প্রেমিক রিভা স্টিনক্যাম্পকে অনিচ্ছাকৃত হত্যা মামলায় দোষী সব্যস্ত ব্লেড রানার অস্কার পিস্টোরিয়াস
প্রেমিকা রিভা স্টিনক্যাম্প হত্যা মামলায় দোষী সব্যস্ত হলেন দক্ষিণ আফ্রিকার বিখ্যাত প্যরাঅ্যাথলিট অস্কার পিস্টোরিয়াস। যদিও পরিকল্পিতভাবে রিভাকে হত্যার অভিযোগ থেকে গতকালই মুক্তি পেয়েছিলেন তিনি। অনিচ্ছাকৃতহত্যার দায়ে ব্লেড রানার পিস্টোরিয়াসের ১৫ বছর পর্যন্ত কারাবাস হতে পারে। বিচারক শীঘ্রই তাঁর শাস্তি ঘোষণা করবেন।
প্রিটোরিয়া: প্রেমিকা রিভা স্টিনক্যাম্প হত্যা মামলায় দোষী সব্যস্ত হলেন দক্ষিণ আফ্রিকার বিখ্যাত প্যরাঅ্যাথলিট অস্কার পিস্টোরিয়াস। যদিও পরিকল্পিতভাবে রিভাকে হত্যার অভিযোগ থেকে গতকালই মুক্তি পেয়েছিলেন তিনি। অনিচ্ছাকৃতহত্যার দায়ে ব্লেড রানার পিস্টোরিয়াসের ১৫ বছর পর্যন্ত কারাবাস হতে পারে। বিচারক শীঘ্রই তাঁর শাস্তি ঘোষণা করবেন।
পরিকল্পিতভাবে খুনের মামলায় অস্কারের বিরুদ্ধে পুলিস যথেষ্ট তথ্যপ্রমাণ দিতে পারেনি বলে মন্তব্য করেছেন বিচারক।
২০১৩ সালে অস্কারের বাড়িতে খুন হন তাঁর মডেল বান্ধবী রিভা স্টিনক্যাম্প। পিস্টোরিয়াস দাবি করেন, অন্ধকারে তিনি রিভাকে চিনতে পারেননি। ঘরে অন্য কেউ ঢুকেছে ভেবে গুলি চালান। গুলি লেগে মারা যান রিভা। খুনের অভিযোগ ছাড়াও বেআইনি আগ্নেয়াস্ত্র রাখার অভিযোগে অস্কারের বিরুদ্ধে মামলা দায়ের হয়। ছ-মাস ধরে শুনানি, ৪০ জন সাক্ষীর বক্তব্য শোনার পর অবশেষে রায় ঘোষণা করল।। তবে অনিচ্ছাকৃত খুনের অভিযোগ থেকে এখনও মুক্তি পাননি অস্কার।