রঞ্জি সেমিফাইনালে ব্যর্থ বাংলার টপ অর্ডার, ফের ভরসা দিচ্ছে অনুষ্টুপের ব্যাট

অনুষ্টুপের দুরন্ত ব্যাটিংয়ের সৌজন্যেই প্রথম দিনের শেষে লড়াইয়ের জায়গায় বাংলা।  

Updated By: Mar 1, 2020, 12:07 AM IST
রঞ্জি সেমিফাইনালে ব্যর্থ বাংলার টপ অর্ডার, ফের ভরসা দিচ্ছে অনুষ্টুপের ব্যাট

নিজস্ব প্রতিবেদন: ফের একবার বাংলার পরিত্রাতা অনুষ্টুপ মজুমদার। রঞ্জি সেমিফাইনালে কর্ণাটকের বিরুদ্ধে বাংলার ব্যাটিং ব্যর্থতার দিনে একা বুক চিতিয়ে লড়ছেন অনুষ্টুপ। কোয়ার্টার ফাইনালের পর সেমিফাইনালেও শতরান বাংলার এই মিডল অর্ডার ব্যাটসম্যানের। দিনের শেষে ১২০ রানে অপরাজিত অনুষ্টুপ। তাঁর দুরন্ত ব্যাটিংয়ের সৌজন্যেই প্রথম দিনের শেষে লড়াইয়ের জায়গায় বাংলা। 

রঞ্জির মেগা ডুয়েলে ফের ব্যর্থ বাংলার টপ অর্ডার। ইডেনেও ব্যাটিং ব্যর্থতা অব্যাহত অধিনায়ক ঈশ্বরনের। রান পাননি মনোজ তেওয়ারি। সুযোগ পেয়ে কাজে লাগাতে ব্যর্থ সুদীপও। সাতষট্টি রানে ছয় উইকেট পরে যাওয়ার পর বাংলা ইনিংসের হাল ধরেন অনুষ্টুপ। ওড়িশা ম্যাচের পর কর্ণাটক ম্যাচেও বাংলা ইনিংসকে টানল লোয়ার মিডলঅর্ডার। সপ্তম উইকেটে শাহবাজের সঙ্গে বাহাত্তর রান যোগ করার পর অষ্টম উইকেটে আকাশদীপের সঙ্গে একশো তিন রানের পার্টনারশিপ করেন অনুষ্টুপ। চুয়াল্লিশ রানের গুরুত্বপূর্ণ ইনিংস খেলেন আকাশদীপও। প্রথম দিনের একেবারে শেষপর্বে শতরান পূর্ণ করেন অনুষ্টুপ মজুমদার। প্রথম দিনের শেষে বাংলার স্কোর নয় উইকেটে দুশো পঁচাত্তর। অনুষ্টুপের সঙ্গে ক্রিজে আছেন ঈশান পোড়েল। 

রঞ্জির কোয়ার্টার ফাইনালে ছেচল্লিশ রানে পাঁচ উইকেট পরে যাওযার পর বাংলার হাল ধরেছিলেন অনুষ্টুপ মজুমদার। একশো সাতান্ন রানের ইনিংস খেলে বাংলাকে তুলেছিলেন সেমিফাইনালে। ঘরের মাঠে কর্ণাটকের বিরুদ্ধে সেমিফাইনালে আরও খারাপ অবস্থা থেকে টানলেই সেই অনুষ্টুপই। দিনের শেষে বাংলার অভিজ্ঞ ব্যাটসম্যানের নামের পাশে অপরাজিত একশো কুড়ি রান। ওড়িশার মত অনুষ্টুপের এই শতরান বাংলাকে জয় এনে দেবে কিনা,তা সময় বলবে। তবে অভিজ্ঞ এই ব্যাটসম্যান নিজে মনে করেন,শনিবারের ইনিংসটাই তার সেরা। 

শাহবাজের অ্যাটাকিং ব্যাটিংয়ের পাশাপাশি আকাশদীপের সাহসী ব্যাটিংয়েরও প্রশংসা করেন অনুষ্টুপ। তবে বড় ম্যাচে টপ অর্ডার ফের একবার ব্যর্থ হওয়ায় আফশোস যাচ্ছে না তাঁর।অনুষ্টুপ খোলাখুলি বলছেন মনোজ-ঈশ্বরনরা রান পেলে বাংলা আরও ভাল জায়গায় থাকত। কর্ণাটকের ভাল বোলিংয়ের চেয়ে খারাপ শট নির্বাচনের জন্যই বাংলা টপ অর্ডারকে ডুবতে হয়েছে বলে দাবি অনুষ্টুপের। তবে বোলাররা সারা মরসুম জুড়ে যেভাবে বল করেছেন,তাতে মুকেশ-ঈশানদের উপর পূর্ণ আস্থা রাখছেন প্রথম দিনের নায়ক। রবিবাসরীয় ইডেনে জমে যেতে পারে রাহুল-মনীশ পাণ্ডে বনাম মুকেশ-আকাশদীপদের ব্যাটে-বলের লড়াই।

আরও পড়ুন- নিজেদের চরকায় তেল মাখান, পোস্টারকাণ্ডে বাগানকে কটাক্ষ লাল হলুদ শীর্ষ কর্তার

.