রঞ্জিতে কোনওমতে হার বাঁচিয়ে বাংলা পেল এক পয়েন্ট
রঞ্জিতে কোনওমতে হার বাঁচাল বাংলা। তামিলনাডুর বিরুদ্ধে এক পয়েন্ট পেলেন মনোজ তেওয়ারিরা। গ্রুপে চার ম্যাচে ষোল পয়েন্ট নিয়ে পাঁচ নম্বরে বাংলা।
ব্যুরো: রঞ্জিতে কোনওমতে হার বাঁচাল বাংলা। তামিলনাডুর বিরুদ্ধে এক পয়েন্ট পেলেন মনোজ তেওয়ারিরা। গ্রুপে চার ম্যাচে ষোল পয়েন্ট নিয়ে পাঁচ নম্বরে বাংলা।
তামিলনাডুর বিরুদ্ধে এক পয়েন্ট পেয়েই সন্তুষ্ট থাকলে হল বাংলাকে। বলা ভাল শেষ পর্যন্ত এক পয়েন্ট পেতেই রীতিমত কালঘাম ছুটে গেল বঙ্গ ব্রিগেডের। বুধবার সকালে তিনশো চুয়ান্ন রানে শেষ হয় তামিলনাডুর প্রথম ইনিংস। শেষ দিনে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে একটা সময় ছেষট্টি রানে পাঁচ উইকেট হারিয়ে চাপে পড়ে যায় বাংলা।প্যাভিলিয়নে ফিরে গিয়েছেন মনোজ,অগ্নিভ পান, সুদীপ চ্যাটার্জিরা। তখন মনে হচ্ছিল ম্যাচটা হেরেও যেতে পারে সাইরাজ বাহুতুলের দল।
শ্রীবৎস-আমির গোনি জুটি স্বস্তি এনে দেয়। একষট্টি রানে আউট হন শ্রীবতস। পয়তাল্লিশ রান করে আউট হন গোনি। দিন্দা করেন আঠাশ রান। বাংলার নয় উইকেটে একশো ছিয়ানব্বই রানের মাথায় ম্যাচ ড্র ঘোষিত হয়। গ্রুপে চার ম্যাচে ষোল পয়েন্ট নিয়ে পাঁচ নম্বরে বাংলা। তামিলনাডু, মুম্বইয়ের থেকে অবশ্য এক ম্যাচ কম খেলেছেন মনোজরা।