Abhimanyu Easwaran, Ranji Trophy 2022-23: ইতিহাস গড়েও মন খারাপ! কাকে শতরান উৎসর্গ করলেন অভিমন্যু?
২০০৫ সালে অভিমন্যুর বাবা দেহরাদূনে এই ক্রিকেট স্টেডিয়াম তৈরি করেন। ছেলের নামে ক্রিকেট অ্যাকাডেমির নাম রাখেন রঙ্গনাথন। বাবার মাঠেই রঞ্জি খেলতে নামলেন অভিমন্যু। ছোটবেলা থেকে এই মাঠেই খেলেছেন বঙ্গ ওপেনার। ফলে এই মাঠের সবকিছু হাতের তালুর মতো তিনি চেনেন।
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: নিজের নামাঙ্কিত স্টেডিয়াম অভিমন্যু ক্রিকেট অ্যাকাডেমিতে (Abhimanyu Cricket Academy) শতরান করেছেন। তবে ইতিহাস গড়লেও অভিমন্যু ঈশ্বরনের (Abhimanyu Easwaran) মন খারাপ। কারণ বাইশ গজের যুদ্ধে নামার আগে বাংলার ওপেনার যে তাঁর প্রিয় মানুষকে হারিয়েছেন! গত ২৪ ঘণ্টায় তরুণ ওপেনারের উপর দিয়ে যেন ঝড় বয়ে গিয়েছে। একেবারে সুস্থ-সবল থাকা প্রিয় 'জ্যোতি মামু' আজীবনের জন্য অভিমন্যুর কাছ থেকে সরে গিয়েছেন। তাও উত্তরাখণ্ডের (Uttarakhand) বিরুদ্ধে ম্যাচ শুরু হওয়ার কয়েক ঘণ্টা আগে ঘটেছে এই ঘটনা। অভিমন্যুকে তাঁর প্রিয় মানুষের মৃতদেহ দেখতে হয়েছে।
দিনের খেলার শেষে সেটাই জানালেন শতরানকারী বঙ্গ ওপেনার। অভিমন্যু বলেন, 'জ্যোতি মামু-কে এই শতরান উৎসর্গ করলাম। ছোটবেলা থেকে ওঁর কাছ থেকে অনেক ভালোবাসা পেয়েছি। আমাদের পরিবারের খুব কাছের মানুষ ছিলেন। এই ম্যাচটাও মামুর দেখতে আসার কথা ছিল। তবে সবাইকে চমকে দিয়ে সোমবার মামু চোখ বুজে নেন।'
অভিমন্যুর এই ক্রিকেটীয় উত্থানের নেপথ্যে ওঁর বাবা রঙ্গনাথন ঈশ্বরনের অনেক অবদান রয়েছে। তিনি টেলিফোনে বলছিলেন, 'জ্যোতিকে আমার স্ত্রী নিজের ভাই বলেই মনে করত। আমাদের মধ্যে প্রায় ৪০-৪৫ বছরের সম্পর্ক। একেবারে সুস্থ মানুষ হঠাৎ চলে যাবে! এখনও বিশ্বাস করতে পারছি না। হাসপাতালে ভর্তি করানোর পর অভিমন্যু ওকে দেখতেও গিয়েছিল। কিন্তু শেষরক্ষা হল না।'
আরও পড়ুন: Rishabh Pant Health Update: 'ফাইটার' পন্থের আরোগ্য কামনায় টিম ইন্ডিয়া, ভিডিয়ো ভাইরাল
২০০৫ সালে অভিমন্যুর বাবা দেহরাদূনে এই ক্রিকেট স্টেডিয়াম তৈরি করেন। ছেলের নামে ক্রিকেট অ্যাকাডেমির নাম রাখেন রঙ্গনাথন। বাবার মাঠেই রঞ্জি খেলতে নামলেন অভিমন্যু। ছোটবেলা থেকে এই মাঠেই খেলেছেন বঙ্গ ওপেনার। ফলে এই মাঠের সবকিছু হাতের তালুর মতো তিনি চেনেন। আর এবার নিজের খুব চেনা মাঠে গড়লেন ইতিহাস। যদিও শতরানকারীর বাবা কিন্তু এত অল্পে সন্তুষ্ট নন।
বরং রঙ্গনাথন ঈশ্বরন বলছেন, 'এগুলো আমার কাছে সাফল্য নয়। বরং উপরের দিকে এগিয়ে যাওয়ার একটা ধাপ। অভিমন্যু সেই দিকে ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে। যেদিন টেস্ট অভিষেক ঘটানোর পর শতরান করবে সেদিন আমি আনন্দ করব।' যদিও অভিমন্যু আপাতত তাঁর সাম্প্রতিক ফর্মেই মজে রয়েছেন। তিনি যোগ করেন, 'পরপর শতরান করার জন্য ভালো অনুভূতি হচ্ছে। তবে এই মুহূর্তে আমরা প্রথম ইনিংসে আরও বড় রান গড়া নিয়ে ভাবনাচিন্তা করছি।'
বাংলাদেশ সফরে গিয়ে ভারত 'এ' দলের হয়ে পরপর দুটি শতরান করেছিলেন। তবুও টাইগার্সদের বিরুদ্ধে টেস্ট দলের দরজা খোলেনি। ফেব্রুয়ারি-মার্চে টিম ইন্ডিয়ার (Team India) বিরুদ্ধে চারটি টেস্ট খেলবে অস্ট্রেলিয়া (Australia)। ফর্মের তুঙ্গে থাকা অভিমন্যু কিন্তু টেস্ট দলে জায়গা ধরে রাখার দাবি জানিয়ে রাখলেন। কিন্তু তিনি কি সুযোগ পাবেন? প্রত্যয়ী বাবা বলছেন, 'এবার ওর টেস্ট অভিষেক হবেই। মিলিয়ে নেবেন।'