Ranji Trophy 2022-23, BEN vs HAR: অনুষ্টুপের পর আকাশদীপের আগুনে বোলিং, হরিয়ানাকে ফলো অন করাল বাংলা
৬ উইকেটে ৩৩৫ রান তুলে দ্বিতীয় দিন মাঠে নেমেছিল বাংলা। অনুষ্টুপ এবং লোয়ার অর্ডারের চার ব্যাটার মূল্যবান ৮৪ রান যোগ করেন। এরমধ্যে প্রদীপ্ত প্রামাণিক করেন ৪৬ বলে ৩৭ রান।
জি ২৪ ঘন্টা ডিজিটাল ব্যুরো: লাহলির চৌধুরী বংশী লাল স্টেডিয়ামে (Chaudhry Bansi Lal Cricket Stadium) ব্যাকফুটে হরিয়ানা (Haryana)। অনুষ্টুপ মজুমদারের (Anustup Majumdar) পর বাইশ গজে আকাশদীপের (Akash Deep) আগুনে বোলিং। তাঁকে যোগ্য সঙ্গ দিলেন অন্য দুই পেসার ঈশান পোড়েল (Ishan Porel) ও মুকেশ কুমার (Mukesh Kumar)। ফলে মাত্র ১৬৩ রানে গুটিয়ে গেল হরিয়ানার প্রথম ইনিংস। আকাশ ৬১ রানে ৫ উইকেট নিলেন। আর ২৫৬ রানে এগিয়ে থাকার সুবাদে বিপক্ষকে ফলো অন করাবে বঙ্গব্রিগেড। হরিয়ানাকে অল আউট করার আগে বাংলা (Bengal) প্রথম ইনিংসে ৪১৯ রান তোলে। বঙ্গব্রিগেডের হয়ে সর্বাধিক ২৪৫ বলে ১৪৫ রান করেন অনুষ্টুপ। তাঁর ইনিংস ১৪টি শতরান দিয়ে সাজানো ছিল।
৬ উইকেটে ৩৩৫ রান তুলে দ্বিতীয় দিন মাঠে নেমেছিল বাংলা। অনুষ্টুপ এবং লোয়ার অর্ডারের চার ব্যাটার মূল্যবান ৮৪ রান যোগ করেন। এরমধ্যে প্রদীপ্ত প্রামাণিক করেন ৪৬ বলে ৩৭ রান। আকাশ ১৮ বলে ২২ রান করে যান। মুকেশও এদিন রান পেয়েছেন। করেছেন ২৪ বলে ১৮ রান। ১০ নম্বরে নামা ঈশান ২৬ বলে ১৪ রানে অপরাজিত ছিলেন। ফলে ৪১৯ রান স্কোরবোর্ডে তুলতে বেগ পেতে হয়নি।
এরপর বল হাতে নিয়েই বাইশ গজে আগুন ঝরাতে শুরু করেন আকাশ। বিপক্ষের দুই ওপেনার ও তিন নম্বরে নামা অঙ্কিত কুমারকে আউট করেন বঙ্গ পেসার। ৪৫ রানে ৩ উইকেট হারিয়ে শুরুতেই চাপে পড়ে যায় হরিয়ানা। আকাশকে দেখে উজ্জীবিত হয়ে যান ঈশান ও মুকেশ। ১৬৩ রান শেষ হয়ে যায় হরিয়ানার প্রথম ইনিংস। ঈশান ২৯ রানে ২, প্রদীপ্ত ১৯ রানে ১ ও মুকেশ ৪১ রানে ১ উইকেট নিয়েছেন। ২৫৬ রানে এগিয়ে থাকা বাংলা যদি বিপক্ষকে এই রানের মধ্যে ফের অল আউট করতে পারে, তাহলে ঝুলিতে আসবে সাত পয়েন্ট। সেদিকেই তাকিয়ে রয়েছে মনোজ তিওয়ারির দল।
(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)