Ranji Trophy 2022-23: আকাশ দীপ-মুকেশ কুমারের আগুনে বোলিং, ব্যাকফুটে ভদোদরা

বেঙ্গল ক্রিকেট অ্যাকাডেমির পিচে সবসময় ঘাস থাকে। তবুও টসে জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেন বিপক্ষের অধিনায়ক বিষ্ণু সোলাঙ্কি। তবে একেবারেই সুবিধা করতে পারেনি তাঁর দলের ব্যাটাররা। 

Updated By: Jan 10, 2023, 10:20 PM IST
Ranji Trophy 2022-23: আকাশ দীপ-মুকেশ কুমারের আগুনে বোলিং, ব্যাকফুটে ভদোদরা
চার উইকেট নিয়ে ভদোদরার ব্যাটিংকে চাপে রাখলেন আকাশ দীপ। ছবি: সিএবি

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ১০ রানে বিপক্ষকে প্রথম ধাক্কা দিয়েছিলেন মুকেশ কুমার (Mukesh Kumar)। শুরুতে সাফল্য পেলেও, দ্বিতীয় উইকেটে উঠে গিয়েছিল ৯৬ রান। তখন মনে করা হচ্ছিল ম্যাচটা মনে হয় মনোজ তিওয়ারির (Manoj Tiwary) বাংলার (Bengal) হাত থেকে বেরিয়ে যাবে। ঠিক সেই সময় ৫০ রানে ব্যাট করা প্রিয়াংশু মোলিয়াকে (Priyanshu Moliya) ফিরিয়ে বাংলাকে দ্বিতীয় সাফল্য এনে দিলেন আকাশ দীপ (Akash Deep)। ব্যস সেই শুরু। এরপর কল্যাণীর বেঙ্গল ক্রিকেট অ্যাকাডেমির (Bengal Cricket Academy) বাইশ গজে আর ফিরতে পারেনি ভদোদরা (Baroda)। আকাশের সঙ্গে দারুণ বোলিং করলেন মুকেশ। বঙ্গ ব্রিগেডের দুই জোরে বোলারের দাপটে প্রথম দিনের শেষে ২২২ রানে ৭ উইকেট হারিয়ে বেশ চাপে ভদোদরা। 

বেঙ্গল ক্রিকেট অ্যাকাডেমির পিচে সবসময় ঘাস থাকে। তবুও টসে জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেন বিপক্ষের অধিনায়ক বিষ্ণু সোলাঙ্কি। তবে একেবারেই সুবিধা করতে পারেনি তাঁর দলের ব্যাটাররা। আকাশ নিয়েছেন ৬৭ রানে ৪ উইকেট। টিম ইন্ডিয়া থেকে ফেরা মুকেশ নিলেন ৫০ রানে ৩ উইকেট। 

আরও পড়ুন: Virat Kohli, IND vs SL: বিরাটের শতরানের পর, আগুনে উমরান! ৬৭ রানে শ্রীলঙ্কাকে হারিয়ে কলকাতায় আসছে টিম ইন্ডিয়া

আরও পড়ুন: Virat Kohli and Rohit Sharma, IND vs SL: ফর্মে ফেরা বিরাট-রোহিতকে দেখে বড় মন্তব্য করলেন অশ্বিন

ভারতের টি-টোয়েন্টি দলে ছিলেন মুকেশ। তবে ম্যাচ খেলার সুযোগ পাননি। সেই খিদে তাঁর মধ্যে ছিল। তাই মঙ্গলবার লাল বল হাতে নিয়েই ওপেনার প্রত্যুষ কুমারকে খালি হাতে ফেরান। তবে প্রত্যুষ রান না পেলেও অন্য ওপেনার জ্যোৎস্নীল সিং ২১৭ বলে ৮৫ রান করেন। মারেন ১৩টি চার। তিন নম্বরে নেমে প্রিয়াংশু ৯৯ বলে ৫০ রান করেন। দ্বিতীয় উইকেটে তাঁরা যোগ করেন ৯৬ রান। ফলে ১০৬ রানে ২ উইকেট থেকে ২১১ রানে ৭ উইকেট হারায় বরোদা। নিনাদ রথবা ২০ রান করেন। অন্যদিকে দিনের শেষে অপরাজিত রয়েছেন মহেশ পিথিয়া ২৭ রানে অপরাজিত রয়েছেন। এখন বিপক্ষের প্রথম ইনিংস দ্রুত গুটিয়ে স্কোরবোর্ডে বড় রান তোলা মনোজ তিওয়ারির দলের একমাত্র লক্ষ্য। 

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App) 

.